এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডসে (অ্যাপসা) সেরা অভিনেত্রী হলেন আজমেরী হক বাঁধন । সেরা অভিনেত্রী পুরস্কার পাওয়ার অভিব্যক্তি প্রকাশ করতে হয়ে অশ্রুসিক্ত হয়েছেন বাধন ।
বাধন জানান ‘সেরা অভিনেত্রী এই অ্যাওয়ার্ড আমার জন্য অনেক সম্মানের। এই স্বীকৃতির জন্য উৎসব কর্তৃপক্ষ এবং এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডসের সম্মানিত জুরিদের ধন্যবাদ। আমি আমার টিমকে, আমার মা-বাবা, শুভাকাঙ্ক্ষী, আমার সব শক্তির উৎস আমার মেয়ে মিশেল এবং বিশেষ ধন্যবাদ জানাতে চাই আমার পরিচালক আবদুল্লাহ মোহাম্মদ সাদকে। যিনি আজ আমাকে এখানে পৌঁছে দিয়েছেন, যা আমি স্বপ্নেও ভাবিনি। আমার দেশ এবং বিদেশে যেসব মানুষ তাদের অধিকার, স্বাধীনতা থেকে বঞ্চিত, নিঃস্ব, তাদের আমি এ পুরস্কার উৎসর্গ করছি। আত্মনিবেদন, কঠোর শ্রম ও দৃঢ়তা দিয়ে আমি যেহেতু এই জায়গায় পৌঁছাতে পেরেছি, সেটা যে কেউই পারবে।’
এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডসে সেরা সিনেমা হয়েছে জাপানের রিয়ুসুকে হামাগুচি পরিচালিত ‘ড্রাইভ মাই কার’।