আরও ৪ দেশে মুক্তি পাচ্ছে ‘কাজলরেখা’

গেল ঈদে মুক্তি পায় গিয়াস উদ্দিন সেলিম নির্মিত সিনেমা ‘কাজলরেখা’। টানা তিন সপ্তাহ ধরে রাজধানীসহ দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে চলছে এটি। মুক্তির পর থেকেই দর্শকদের দারুণ সাড়া পাচ্ছে সিনেমাটি।

শুধু তাই নয়, ইতোমধ্যে ঢাবির ইতিহাস বিভাগের মাস্টার্স শ্রেণির পাঠ্যসূচিতেও অন্তর্ভুক্ত করা হয়েছে সিনেমাটি। কিন্তু নতুন খবর হলো— নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, কানাডা ও আমেরিকায় মুক্তি পেতে যাচ্ছে ‘কাজলরেখা’।

সিনেমাটিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী এবং কংকন দাসীর চরিত্রে অভিনয় করেছেন মিথিলা। আরও আছেন ইরেশ যাকের, শরিফুল রাজ, সাদিয়া আয়মান, আজাদ আবুল কালাম প্রমুখ।

নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম বলেন, ‘নিউইয়র্কে টাইম স্কয়ারে কাজলরেখার ট্রেলার দেখানো হচ্ছে। ওখানকার দর্শকরা এটি ভালোভাবে নিচ্ছেন। মূলত আমেরিকায় মুক্তির আগে এমন প্রচারণা চালানো হচ্ছে। এই মাসে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, কানাডা ও আমেরিকায় কাজলরেখা মুক্তি পাচ্ছে। কাজেই ওখানকার দর্শকদের জন্য একটা আনন্দের সংবাদ। আমার জন্যও খুশির খবর।’

তিনি আরও বলেন, ‘কাজলরেখা আমাদের দেশে খুব প্রশংসিত হচ্ছে। দিনকে দিন দর্শক চাহিদা বাড়ছে। দেশের বাইরেও সবার ভালোবাসা পাবে—এটাই প্রত্যাশা করছি।’

Leave a Reply

Your email address will not be published.