একক নাটক ‘আজ বাবার বিয়ে’এবারের ঈদের জমজমাট আয়োজনে থাকছে। পরিচালনা করেছেন তরুণ নির্মাতা ইয়ামিন ইলান।
শামীম হাসান সরকার, শারমিন আঁখি ও হাসান শহীদসহ আরো অনেকে ‘আজ বাবার বিয়ে’র বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন।
পরিচালনার পাশাপাশি নাটকটি রচনা ও নাট্যরূপ দিয়েছেন ইয়ামিন ইলান। প্রযোজনা করেছেই-মিউজিক। পুবাইলে শুটিং হয়েছে।
নাটকটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা শামীম হাসান সরকার বলেন, ‘গল্পটা খুব ভাল লেগেছে, অনেক সন্তান বাবার সাথে খুব ফ্রেন্ডলি হয়। ব্যক্তিগত জীবনে আমার বাবাও আমার খুব ভাল বন্ধু। এখানে একটা আলাদা রকমের ভালবাসা আছে। সবমিলিয়ে নাটকটি আপনাদের ভাল লাগবে।’
নির্মাতা ইয়ামিন ইলান বলেন, ‘নাটকটি লেখার সময় শামীম হাসান সরকার আর আঁখির কথা মাথায় রেখে লিখেছি। দুইজনই আমার খুব প্রিয় শিল্পী। হাসান শহীদ ভাইয়া আমার পরিবারের লোক। তাই তার সম্পর্কেও আমি আগে থেকেই জানি। খুব অল্প সময়ের সিদ্ধান্তে নাটকটি বানানো হয়েছে। তাই কোন রকমের পরীক্ষা মূলক ঝুঁকিতে যাওয়ার প্রয়োজনবোধ করিনি।’
‘আজ বাবার বিয়ে’ প্রযোজনা সংস্থার ইউটিউবে প্রকাশ করা হবে।