‘এজন্যই এফডিসিতে রাজনীতি চলত ‘

আশি দশকের জনপ্রিয় নায়ক বাপ্পা রাজ। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে তিনি লিখেছেন, ‘কতদিন ফুলের তোড়া হাতে গ্রুপ ছবি তোলার দৃশ্য দেখা হয় না।’

কাকে বা কাদেরকে উদ্দেশ্য করে এমন পোস্ট দিয়েছেন তা উল্লেখ করেননি। গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে এ অভিনেতা জানান, ইন্ডাস্ট্রিতে বাজে লোক বেশি হয়ে গেছে। তারা সিনেমা বানাতে চায় না, পলিটিক্স করে, দলাদলি করে, সরকারের চামচামি করে।

তিনি বলেন, ‘শিল্পী সমিতিতে কোনো মন্ত্রী বা পুলিশ অফিসারকে নিয়ে এসে ফুল দিয়ে তার সঙ্গে ছবি তোলা হতো। সেই ছবি আবার সোশ্যাল মিডিয়ায় আপলোড করতে বলা হতো। আমরা শিল্পী, আমাদের সঙ্গে মানুষ ছবি তুলবে। আমরা তো কারও পেছনে দাঁড়িয়ে ছবি তুলব না।’

বাপ্পা রাজ বলেন, ‘দলাদলির জন্য অনেকেই অনেক জায়গায় যেতে পারছে না। দাঁড়াতে পারছে না, কথা বলতে পারছে না। এখনো কিছু লোক আছে, তারা কোণঠাসা হয়ে আছে। আমাদের সিনেমা বানানোর লোক দরকার। কাজের লোক কমে গেছে, এজন্যই এফডিসিতে রাজনীতি চলত। এখানে ধান্দাবাজ লোক বেশি হয়ে গেছে।’

Leave a Reply

Your email address will not be published.