১৯ মার্চ ১ মিনিটের টিজার প্রকাশ করে হুলস্থুল বাঁধিয়ে দিয়েছিল এটা মার্ডার টিম। অনেকের ধারণা ছিল গেল ঈদুল ফিতরেই দেখা মিলবে সানী সানোয়ানের এই নতুন সিনেমার। কিন্তু তা হয়নি। তবে টিজার দেখে চৌকস পুলিশ অফিসার চরিত্রে প্রশংসা পেয়েছেন বাঁধন।
তার লুক থেকে শুরু করে সবকিছুই পছন্দ করেছেন ভক্তরা। এবার এলো সিনেমাটির অফিসিয়াল পোস্টার। সাদামাটা এই পোস্টারেও চৌকস বাঁধনকেই ফোকাস করা হয়েছে! চোখ, ঠোঁটে ক্রুধ- হাতে রিভলবার বাঁধনের। পুলিশ অফিসার হিসেবে অপরাধীর প্রতি তার মনোভাবকেই তুলে ধরা হয়েছে।
২৩ মে বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে সিনেমাটির পোস্টার প্রকাশ পায়।
পোস্টারটি সাদামাটা হলেও আলো ছড়িয়েছেন বাঁধন।পোস্টারটি শেয়ার করে ফেসবুকের ক্যাপশনে বাঁধন লিখেছেন, ‘খুনসহ ধর্ষণের শাস্তি কী হওয়া উচিত?’
এর আগে টিজারে ‘এশা মার্ডার’-এর কিছুটা খোলাসা করেছিলেন নির্মাতা। সেই টিজারে দেখা যায়, অর্চনা গোপ, জেসমিন টিউলিপ এবং এশা জান্নাত নামের তিনজন মেয়ে একই জেলায় খুনসহ ধর্ষণের শিকার হন। যার তদন্তের দায়িত্ব পড়ে পুলিশ অফিসার বাঁধনের ওপর! চৌকস পুলিশ অফিসারের সবকিছুই দুর্দান্তভাবে যে অনুসরণ করেছেন বাঁধন, তার আভাস ‘এশা মার্ডারে’র টিজারে পাওয়া যায়! পোস্টারেও ঘটেনি ব্যতিক্রম।
সিনেমাটিতে বাঁধন ছাড়াও অভিনয় করেছেন মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, পূজা ক্রুজ, সুমিত সেনগুপ্ত, শতাব্দী ওয়াদুদ, শরীফ সিরাজ, এজাজ আহমেদ, মাজনুন মিজান, সুষমা সরকার প্রমুখ।