‘কাজটি আমি খুব উপভোগ করেছি’

নায়িকা, মডেল ও উপস্থাপিকা মাসুমা রহমান নাবিলা। ‘আয়নাবাজি’ সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হয় তার। দুর্দান্ত অভিনয়ে দর্শকদের মন জয় করে নেন। ২০১৬ সালে মুক্তি পাওয়া এই ছবিতে তিনি অভিনয় করেন চঞ্চল চৌধুরীর বিপরীতে।

‘আয়নাবাজি’ মুক্তির পর দীর্ঘদিন তাকে আর বড়পর্দায় দেখা যায়নি। স্বামী-সন্তান নিয়ে সংসার করছিলেন। গত ঈদুল আজহায় শাকিব খানের সঙ্গে ‘তুফান’ ছবিতে জুলি চরিত্রে দেখা যায় তাকে। এরপর আবারও নতুন করে আলোচনায় আসেন তিনি। নতুন খবর হচ্ছে দীর্ঘদিন পর আবারও উপস্থাপিকা হয়ে টিভিপর্দায় ফিরেছেন নাবিলা।

শুক্রবার (১ নভেম্বর) থেকে মাছরাঙা টেলিভিশনে শুরু হচ্ছে রান্নাবিষয়ক অনুষ্ঠান ‘রাঁধুনীর রান্নাঘর: বাংলার সেরা ১০০ রেসিপি।’ এই অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন তিনি।

দেশসেরা রন্ধনশিল্পীদের নির্বাচিত ১০০ রেসিপি নিয়ে সাজানো হয়েছে এই টেলিভিশন অনুষ্ঠান। বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী এবং জনপ্রিয় খাবারের রেসিপি উপস্থাপন করবেন রন্ধনশিল্পীরা। প্রতি পর্বে দুজন রন্ধনশিল্পী দুটি রেসিপি রান্না করে দেখাবেন।

এ রকম অনুষ্ঠান উপস্থাপনা প্রসঙ্গে নাবিলা বলেন, সিনেমার কাজে ব্যস্ত থাকায় মাঝে বেশ কিছুদিন উপস্থাপনা থেকে বিরত ছিলাম। আবার এখানে ফিরতে পেরে ভালো লাগছে। বিশেষ করে এই অনুষ্ঠানটির ভাবনা এবং আয়োজন আমাকে আকৃষ্ট করেছে।

তিনি বলেন, দক্ষ রন্ধনশিল্পীদের হাতে চমৎকার সব রান্নার দেখার অভিজ্ঞতা বেশ আনন্দের ছিল। পুরো কাজটি আমি খুব উপভোগ করেছি। আশা করি দর্শকরাও অনুষ্ঠানটি উপভোগ করবেন।

Leave a Reply

Your email address will not be published.