দীর্ঘ ৩৫ বছর পর সিনেমা নির্মাণে নেমেছে বিএফডিসি । সিনেমাটি পরিচালনার দায়িত্বে দেখা যাবে জাকির হোসেন রাজুকে ।
এতে নায়ক হিসেবে থাকবেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী সাইমন সাদিক। তার বিপরীতে দেখা যাবে শবনম বুবলীকে। এই প্রথম তারা একসঙ্গে জুটি বাঁধলেন। এছাড়াও থাকছেন জনপ্রিয় অভিনেত্রী মনিরা মিঠুসহ আরও অনেকে।
বৃহস্পতিবার এই সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন সংশ্লিষ্টরা। ১২ সেপ্টেম্বর থেকে ঢাকার বিভিন্ন লোকেশনে সিনেমাটির দৃশ্য ধারণের কাজ শুরু হবে। সাইমন-বুবলী ছাড়াও এতে অভিনয় করেছেন রাশেদ মামুন অপু, মুনীরা মিঠু প্রমুখ।
সিনেমাটির একটি দরিদ্র নারীর গল্প। একজন দরিদ্র অসহায় নারী সবদিক থেকেই নিরাপত্তাহীনতায় ভোগেন।
এই সিনেমা প্রসঙ্গে সাইমন সাদিক বলেন, ‘এটি আমার জন্য অনেক বড় বিষয়। কারণ, অনেক দিন পর এফডিসি ছবি প্রযোজনা করতে যাচ্ছে। আর সেই ছবিতে আমি কাজ করার সুযোগ পেয়েছি। এটি আমার জন্য বড় অর্জন।’
১৯৭৮ সালে নির্মিত আমজাদ হোসেনের ‘গোলাপী এখন ট্রেনে’ ছিল এফডিসি প্রযোজিত প্রথম সিনেমা