আসন্ন রোজার ঈদে সিনেমাহলে মুক্তির টার্গেট করে নির্মাতা এমডি ইকবাল নির্মাণ করেছেন ‘ডেডবডি’ নামের একটি সিনেমা। ঈদকে সামনে রেখে শুরু হয়েছে সিনেমার প্রচারণাও। এরমধ্যে এলো সুখবর। সোমবার বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে আনকাট ছাড়পত্র পেয়েছে ‘ডেডবডি’।
গত বছর অক্টোবরে মহরত হয় নতুন ছবি ‘ডেডবডি’র। ছবির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন একসময়ের জনপ্রিয় তারকা ওসম সানী। ওই সময় তার মেকআপ গেটআপ আলাদা করে নজরে আসে। সিনেমাটিতেি আরও অভিনয় করেছেন শ্যামল মওলা, জিয়াউল হক রোশান, রাশেদ মামুন অপু, কলকাতার অভিনেত্রী অন্বেষা রায় এনি ও মিষ্টি জাহান প্রমুখ।
ছাড়পত্র পাওয়া প্রসঙ্গে পরিচালক ইকবাল বলেন, ‘সেন্সর ছাড়পত্র হচ্ছে টেস্ট পরীক্ষার মতো, আর মুক্তির পর চূড়ান্ত পরীক্ষা। আমরা খুশি যে, চূড়ান্ত পর্বে পরীক্ষা দেওয়ার যোগ্যতা অর্জন করেছি। এখন দেখা যাক, দর্শকদের কাছ থেকে সেই পরীক্ষার রেজাল্টে কী আসে! তবে আমি আশাবাদী। সীমিত বাজেট আর আমাদের সর্বোচ্চ প্রচেষ্টায় বানানো দেশীয় চলচ্চিত্র হিসেবে বিবেচনা করে দেখলে ভালো লাগবে।’
ইকবাল আরও বলেন, ‘ওমর সানী বলেছেন সিনেমাটি নিয়ে ঈদে আসতে। আমি তো প্রায় ঈদেই আসি। এবারও আসছি নতুন সিনেমা নিয়ে। আশা করি এ সিনেমা তাক লাগিয়ে দেবে।’
ঈদে মুক্তির মিছিলে আছে প্রায় ১০টির মতো সিনেমা। এর ভিড়ে ‘ডেডবডি’ কতোটা সফল হবে- এমন প্রশ্নের জবাবে এমডি ইকবাল বলেন, ‘খেলা তো সবাই খেলে। গোল করে কয়জন। আমি গোল করব। ঈদে যতো সিনেমাই আসুক, ‘ডেডবডি’ দর্শকের আগ্রহের শীর্ষে থাকবে।’