বিভিন্ন সময় ছেলে ‘শাহীম মুহাম্মদ রাজ্য’-এর সঙ্গে কাটানো খুনসুটির নানা মুহূর্ত প্রায়ই সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন ঢালিউডের তারকা অভিনেত্রী পরীমণি।
সম্প্রতি ছেলেকে নিয়ে ঘুরতে যাওয়ার কিছু ছবি ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন। যেখানে দেখা যায়, পড়ন্ত বিকেলে ছেলেকে নিয়ে সমুদ্রের ধারে আবেগাপ্লুত হয়ে খুনসুটিতে মেতে উঠেছেন এ অভিনেত্রী।
ছবিতে দেখা যায়, পরী মায়ের মততায় আগলে রেখেছেন ছেলেকে। রাজ্যও হাত বাড়িয়ে দিয়ে আকাশ ও সমুদ্র দেখছেন। এ সময় মা-ছেলেকে বেশ হাসিখুশি দেখা গেছে। এদিকে অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন, ‘আমার জীবনের রংধনু তুমি।’
কমেন্ট বক্সে ভক্ত-অনুরাগীরা মা-ছেলের এ ভালোবাসা দেখে বেশ প্রশংসা করেছে। লিমন জুনায়েদ নামে এক ভক্ত লিখেছেন, ‘মা-ছেলের ভালোবাসা পৃথিবীর শ্রেষ্ঠ ভালোবাসা।’
সুমি নামে আরেক অনুরাগীর ভাষ্য, ‘আপনার বেবিটার জন্য মন থেকে দোয়া রইল। এত কিউট একটা বেবি মাশাআল্লাহ।’
ফারহান বলেন, ‘মাশাল্লাহ আপনার ও বাবুর জন্য দোয়া-ভালোবাসা রইলো।’
সবুজ নামের একজন লিখেছেন, বাবু মানবিক মানুষ হোক এই দোয়া করি।
আরেক ভক্ত লিখেছেন, রাজ্যের জন্য রাজ্যের দোয়া রইলো।