জীবনসঙ্গী খুঁজছেন মিলা

জনপ্রিয় সংগীতশিল্পী মিলা ইসলাম, যিনি ‘বাবুরাম সাপুড়ে’ গান দিয়ে দর্শক-শ্রোতাদের মন জয় করেছেন, সম্প্রতি এক সাক্ষাৎকারে ব্যক্তিগত জীবন ও বিয়ে নিয়ে খোলামেলা কথা বলেছেন। সেখানে তিনি জানিয়েছেন, কেমন জীবনসঙ্গী তার প্রত্যাশা।

মিলা বলেন, “অনেকদিন ধরে অপেক্ষা করছি, কেউ আমাকে জিজ্ঞেস করছে না—কী প্রেম হলো? কখন বিয়ে করবো? এখন কী করছি? বিয়ে কবে হবে?”

বিয়ে প্রসঙ্গে তিনি জানান, “সমস্যা হচ্ছে, আমার জন্য যোগ্য ছেলে খুঁজে পাওয়া যাচ্ছে না। নিজে নিজে ছেলে খুঁজে প্রেম করাটা কঠিন। এই মুহূর্তে বিয়ে করাটা বড় বিষয় নয়, আমার প্রয়োজন একজন জীবনসঙ্গী, যিনি আমার প্রকৃত বন্ধু হবেন এবং আমাকে বুঝবেন। চাইলে আপনারা আমার জন্য বায়োডাটা পাঠাতে পারেন।”

জীবনসঙ্গী সম্পর্কে মিলা আরও বলেন, “আমি এমন কাউকে চাই, যিনি দেখতে সুদর্শন হবেন, দায়িত্বশীল হবেন এবং মমতাশীল হবেন। বিশেষ করে পশু-পাখির প্রতি ভালোবাসা থাকতে হবে।”

বর্তমান সময়ের পারিবারিক জীবন নিয়ে মন্তব্য করতে গিয়ে মিলা বলেন, “আমাদের জেনারেশন বদলে গেছে। আমাদের বাবা-মায়ের সময়ের সংসার ছিল একরকম, এখনকার সময়ের সংসার অন্যরকম।”

আর্থিক দিক নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করে তিনি বলেন, “টাকা থাকা অবশ্যই জরুরি, তবে আমি টাকাওয়ালা জামাই চাই না।”

Leave a Reply

Your email address will not be published.