ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক আরিফিন শুভর বৃহস্পতি এখন তুঙ্গে। গেল শুক্রবার ঘোষণা দিয়েছেন ‘নীলচক্র’ শিরোনামে নতুন সিনেমার। তিন দিন না যেতেই জানা গেল নতুন খবর, এবার ঢাকা নয়, কলকাতায় উড়াল দিচ্ছেন ঢালিউড পারফেকশনিস্ট। কলকাতায় ‘লহু’ শিরোনামে একটি ওয়েব সিরিজে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।
আগামী ১৮ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে শুটিং। কলকাতা ছাড়াও শিলংয়ের বেশ কিছু জায়গায় হবে শুটিং।
কলকাতার প্রভাবশালী দৈনিক আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, নতুন সিরিজটির পরিচালক ‘কিশমিশ্’, ‘দিলখুশ’ খ্যাত পরিচালক রাহুল মুখোপাধ্যায়।
বাংলা সিরিজ কিংবা সিনেমায় ইদানিং বেশিরভাগ পরিচালকদের কাছে ভরসার পাত্রী সোহিনী। অন্যদিকে, আরিফিন শুভ বাংলাদেশের জনপ্রিয় নায়ক। রোম্যান্টিক হিরো হিসেবে বেশ খ্যাতি আছে তার। তবে কি অ্যাকশনের মধ্যেই থাকবে প্রেম?
পরিচালক রাহুল বলেন, এটা আমার আসলে একটা প্রেম বর্জিত কাজ। ‘কিশমিশ্’, ‘দিলখুশ’- এরপর অন্যরকম কাজ করতে চাইছিলাম। বড় পর্দায় শুরুর কাজ দুটিই ছিল প্রেমের ছবি। তাই প্রেমের গল্পে একটু ক্লান্তি এসেছে। এছাড়াও নিজেকে ভাঙতে চাইছি, দেখতে চাইছি আমি আর কী কী করতে পারি। তাই সিরিজটা করছি। তবে এতটুকু বলতে পারি, এটা একজন মা-বাবার গল্প।
অভিনেত্রী সোহিনী জানিয়েছেন, একবারে ভিন্ন ধরনের একটা গল্প, কাজটা দুর্দান্ত হবে বলেই আশা তার। অন্যদিকে, আরিফিন সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ এমন নানা ধরনের কাজ তার ঝুলিতে আসার জন্য। তবে গল্প নিয়ে মুখ খুললতে নারাজ সকলেই।