বাংলাদেশ ও ভারতে একসাথে মুক্তি পেয়েছে ভারতীয় সিনেমা ‘আমি শুধু তোর হলাম’। আমদানিকারক হিসেবে রয়েছে কামাল ফিল্ম সেন্টার। এর বিপরীতে সেখানে মুক্তি পেয়েছে এদেশের ‘আপন মানুষ’।
আমদানিকারক প্রতিষ্ঠানের কর্ণধার ইব্রাহিম কামাল বলেন, “আমরা সিনেমাটি স্বল্প পরিসরে মুক্তি দিয়েছে। উল্লেখযোগ্য হল বলতে ঢাকার রাজিয়া। ওখান থেকে শংকর নামে একজন তার প্রতিষ্ঠান থেকে ‘আপন মানুষ’ নিয়েছে।”
জানা গেছে, ‘আমি শুধু তোর হলাম’ সিনেমাটি সারাদেশের ৪টি মাত্র সিনেমা হলে চলছে।
‘আমি শুধু তোর হলাম’ পরিচালনা করেছেন সুব্রত হালদার। প্রিন্সেস আর্ট প্রোডাকশন প্রযোজিত সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সোহম, ঝিলিক ভট্টাচার্য ও রণজয় বিষ্ণু । অন্যান্য চরিত্রে রয়েছেন ভিক্টর ব্যানার্জি, বিশ্বনাথ বসু, খরাজ মুখার্জি, অনুরাধা রায়, তুলিকা বসু প্রমুখ। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন প্রমিত।
অন্যদিকে বাপ্পী ও পরীমনি অভিনীত ‘আপন মানুষ’ মুক্তি পায় গত বছরের ২৮ এপ্রিল। বাপ্পি-পরীমণি ছাড়া আরও অভিনয় করেছেন সুচরিতা, মিশা সওদাগর, শ্রাবণ শাহ, সাদেক বাচ্চু, প্রবীর মিত্র, কাজী হায়াৎ, রেহানা জলি ও রেবেকা প্রমুখ।