সাফটা চুক্তির আওতায় বাংলাদেশে মুক্তি পেলো ভারতীয় ছবি ‘ডানকি’। তথ্য মন্ত্রণালয়ের পর বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডও বৃহস্পতিবার সন্ধ্যায় বিনা কর্তনে ‘ডানকি’ বাংলাদেশে মুক্তির অনুমতি দেয়।
বৃহস্পতিবার রাত ৯টার দিকে রাজধানীর লায়ন সিনেপ্লেক্স ও চট্টগ্রামের সিল্ভার স্ক্রিনে প্রথম শো চালানো হয়। আজ শুক্রবার থেকে দেশের ৪৬টি সিনেমা হলে ছবিটি চলবে।
শাহরুখ খান অভিনীত এবং রাজকুমার হিরানি পরিচালিত বহুল প্রতীক্ষিত এ ছবিটি আমদানি করেছে অনন্য মামুনের প্রতিষ্ঠান অ্যাকশান কাট এন্টারটেইনমেন্ট।
‘ডানকি’ নির্মাণ করেছেন বলিউডের নন্দিত নির্মাতা রাজকুমার হিরানি। প্রচারণা ব্যয়সহ ছবিটির বাজেট মোটে ১২০ কোটি রুপি। যা শাহরুখের গত অর্ধ যুগের সবচেয়ে কম বাজেট। তাই সহজেই ছবিটি লগ্নি তুলে সুপারহিট হয়ে যাবে বলে মনে করছেন বক্স অফিস বিশ্লেষকরা।
ছবিটি ভারতসহ বিশ্বের অন্যান্য দেশেও বৃহস্পতিবার মুক্তি পেয়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডায় অবৈধভাবে বসবাসকারী অভিবাসীদের বা উদ্বাস্তুদের নিয়ে ‘ডাঙ্কি’ সিনেমার গল্প। কারণ, তাদেরই ‘ডাঙ্কি’ বলা হয়। গল্প এগোবে শাহরুখের চরিত্রকে কেন্দ্র করে। জীবনের সংগ্রাম নিয়েই দেখা যাবে ছবির মূল কাহিনি।
এ সিনেমার মাধ্যমে বলিউড নির্মাতা রাজকুমার হিরানির পরিচালনায় প্রথমবার অভিনয় করেছেন শাহরুখ খান। তার বিপরীতে অভিনয় করেছেন তাপসী পান্নু। সেই সঙ্গে এ সিনেমায় অভিনয় করেছেন ভিকি কৌশল, বোমন ইরানি, বিক্রম কোছার, অনিল গ্রোভার প্রমুখ। সিনেমাটি প্রযোজনা করেছে শাহরুখ-গৌরীর রেড চিলিজ এন্টারটেইনমেন্ট।