নতুন ধারাবাহিক শিউলি মালা

শিউলি ও মালা দুই বোন। মফস্বল শহরের সবাই তমিজউদ্দিনকে চেনে শিউলি-মালার বাবা আর একজন গুণী শিল্পী হিসেবে। তবে তমিজউদ্দিন প্যারালাইজ হয়ে ঘরে পড়ে আছেন বছর হতে চলল। মেয়ে শিউলি আর বোন জমিলাই মূলত তার দেখভাল করে।

শিউলি মাস্টার্স শেষ করতে পারেনি, এর আগেই সংসার চালাতে নেমে গেছে টিউশনি করতে। তবে মালা যথেষ্ট মেধাবী হওয়ায় সে আশা লতা মহিলা বিশ্ববিদ্যালয়ে পড়তে যায় মেধাবৃত্তি নিয়ে। শিউলি টিউশনি করায় রহমত তালুকদারের নাতনি নিশিকে।

রহমত এলাকার বড় ঠিকাদার, তার ছেলে সিয়াম পছন্দ করে শিউলিকে। সিয়াম বিসিএস করার জন্য রাত-দিন খেটে পড়াশোনা করছে। শিউলির প্রতি সিয়ামের দুর্বলতা একসময় চিন্তার কারণ হয়ে যায় রহমত আর শামীমার জন্য। এমনই গল্প নিয়ে নির্মিত ধারাবাহিক নাটক ‘শিউলি মালা’।

দীপ্ত টিভিতে রোববার (১ সেপ্টেম্বর) থেকে শুরু হয়েছে নতুন এই ধারাবাহিক নাটক। প্রচারিত হবে প্রতিদিন সন্ধ্যা ৭টায়।

খলিল জিবরানের রচনায় ও গোলাম সোহরাব দোদুলের পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন লুৎফর রহমান জর্জ, সাবেরী আলম, ইন্তেখাব দিনার, রুনা খান, খলিলুর রহমান কাদেরী, শ্যামল মাওলা, মৌসুমী হামিদ, কেয়া পায়েল, সমাপ্তি মাশুক, জয়রাজ, আরেফিন জিলানী, শারমিন সুলতানা শর্মীসহ আরো অনেকে।

Comment

  • Comments