বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৮ সালে নির্বাচনে জয় লাভ করার পর হাতে নিয়েছেন বিশাল সব প্রজেক্ট । কিছু প্রজেক্ট ইতিমধ্যে বাস্তববায়ন হয়েছে, কিছু বাস্তবায়ন হওয়ার পথে, জননেত্রী শেখ হাসিনার এমনই দশটি বিশেষ প্রজেক্ট নিয়ে নির্মিত হতে যাচ্ছে ধারাবাহিক নাটক ‘দশে দশ’ । কাজী রশিদুল হক পাশার রচনায় ২০ পর্বের এই ধারাবাহিক নাটকটি প্রযোজনা করেছেন আফরোজা সুলতানা।
বিশেষ এই ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন খায়রুল আলম সবুজ, রশিদুল হক পাশা, আহসান হাবিব নাসিম সহ আরো অনেকে ।
ভিন্নধর্মী এই ধারাবাহিক নাটক প্রসঙ্গে প্রযোজক জানান, ২০০৮ সালের নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুরু করেন স্বাধীনতার সুফল ঘরে ঘরে পৌঁছে দেয়ার কাজ। বিশেষ করে প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ উপহার পেয়ে জাতি বদলে যায়। বড় বড় প্রজেক্ট হাতে নিয়ে সুখী ও সমৃদ্ধির দিকে এগোতে থাকে বাংলাদেশ। বিভিন্ন চরিত্রের মাধ্যমে গল্প এগিয়ে ২০২০ সালে পদ্মাসেতুতে এসে শেষ হবে।
প্রচারিত হবে সপ্তাহের প্রতি রবিবার সোমবার ও মঙ্গলবার রাত ৯ টায়।