তরুণদের ব্যাচেলর জীবনের নানা রঙ ও গল্প নিয়ে নির্মিত জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’ আবারও ফিরছে নতুন সিজন নিয়ে। কাজল আরেফিন অমির পরিচালনায় এই নাটকটি প্রথম প্রচারেই দর্শকের ভালোবাসা কুড়ায়। পরপর চারটি সিজন প্রচারের পর এবার আসছে ‘ব্যাচেলর পয়েন্ট সিজন-৫’, যা প্রচারিত হবে আসন্ন ঈদুল আজহায়।
এরইমধ্যে রাজধানীর বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিংও শুরু হয়েছে। নতুন মৌসুমের আভাস পাওয়া গেছে নাটকের শিল্পীদের সামাজিক মাধ্যমে ‘আলহামদুলিল্লাহ’ ক্যাপশন দেওয়া পোস্ট থেকে। যদিও এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি, তবে জাগো নিউজকে নাম প্রকাশ না করার শর্তে এক অভিনেতা নিশ্চিত করেছেন, ‘নতুন মৌসুমের কাজ শুরু হয়ে গেছে। সবার দোয়া চাই, যেন এবারও দর্শকদের জন্য জমজমাট একটা সিজন উপহার দিতে পারি।’
তিনি আরও জানান, এবারের মৌসুমে থাকছে নতুন সব চমক। গল্প এবং চরিত্রগুলো হবে আরও বেশি মজার ও আকর্ষণীয়।
প্রসঙ্গত, ২০১৭ সালে চ্যানেল নাইনে ‘ব্যাচেলর পয়েন্ট’ প্রথম প্রচার শুরু হয়। পরবর্তীতে বাংলাভিশনেও প্রচারিত হয় নাটকটি। টিভিতে প্রচারের পর নাটকের পর্বগুলো প্রকাশ করা হতো ধ্রুব টিভির ইউটিউব চ্যানেলে।
নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, চাষী আলম, সাবিলা নূর, সানজানা সরকার, ফারিয়া শাহরিন, সুমন পাটোয়ারি, শরাফ আহমেদ জীবন, আবদুল্লাহ রানা, মনিরা মিঠু, পাভেল, শিমুল, পারসা ইভানা, আশুতোষ সুজনসহ অনেকেই।
দর্শকদের চাহিদা আর ভালোবাসার প্রতিদান হিসেবেই ফিরে আসছে ‘ব্যাচেলর পয়েন্ট’-এর নতুন মৌসুম। এবার দেখা যাক, কতটা জমে ওঠে সিজন-৫!