গেল জুলাইতে ‘তরী’ নামের একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছিলেন টলিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। সম্প্রতি সেই ছবিটি থেকে তাকে বাদ দেওয়া। তার জায়গায় নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের আরেক অভিনেত্রী শ্রীলেখা মিত্রকে।
পরিচালক রাশিদ পলাশ নিজেই গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে খবর রটেছে, চিত্রনায়ক ও সাবেক সংসদ সদস্য ফেরদৌস আহমেদের সঙ্গে বন্ধুত্ব ঋতুপর্ণার। দুজনে একসঙ্গে একাধিক সিনেমায় কাজ করেছেন। বিষয়টি নতুনভাবে সামনে আসাতেই বাদ দিতে হয়েছে এ অভিনেত্রীকে।
এ প্রসঙ্গে জানতে চাইলে পরিচালক বিষয়টি নিয়ে কথা বলতে খুব একটা আগ্রহ প্রকাশ করলেন না। ঋতুপর্ণাকে বাদ দেওয়াকে প্রয়োজনীয় সংস্কার উল্লেখ করে বললেন, ‘বিষয়টি এরকম না আবার অনেকটা এরকম। আসলে চাইনি এ নিয়ে কোনো বিতর্ক হোক। সে কারণেই প্রয়োজনীয় সংস্কার।’