ব্রেন স্ট্রোক করে হাসপাতালে ভর্তি হয়েছিলেন চলচ্চিত্র পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার মোস্তফা সরয়ার ফারুকী। তার শারীরিক অবস্থার বেশ উন্নতি হওয়ায় বাসায় ফিরেছেন তিনি। বাসায় ফিরে মেয়েকে নিয়ে সময় কাটাচ্ছেন।
ফারুকীর স্ত্রী অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা বিষয়টি নিশ্চিত করেছেন।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) ফেসবুকে তিনি লেখেন, ‘২৯ তারিখে মোস্তফা সরয়ার ফারুকীর একটা সিটিস্ক্যান হয়েছে। আলহামদুলিল্লাহ সিটিস্ক্যানের রিপোর্ট ভালো এসেছে, রিকভারি হচ্ছে।’
তিশা আরও লেখেন, ‘বাসায় নিয়ে আসার পরপরই ইলহামের সাথে খেলায় মজে গেছে মোস্তফা। অনেক দুর্বলতার মাঝেও সন্তানের প্রত্যেকটা খেলায় সায় দেওয়ার চেষ্টা করছে সে। বাবা মেয়ের এই ভালোবাসার ছবি না তুলে আর থাকতে পারলাম না। আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করবেন।’
হাসপাতালে শুরু থেকে সর্বদা পাশে ছিলেন তিশা। অসুস্থতার প্রথম খবরটি তিনিই সামাজিক মাধ্যমে জানিয়েছিলেন।
সোমবার (২২ জানুয়ারি) দিবাগত রাতে এক ফেসবুক পোস্টে তিশা জানান, আজ সন্ধ্যা থেকে মোস্তফা একটু অসুস্থ। চিকিৎসকের কাছে নিতেই বললো এনজিওগ্রাম করাতে, করা হলো। ছোট একটা ব্রেইনস্ট্রোক হয়েছে তার। নিউরো আইসিইউতে অবজারভেশনে রয়েছে। সবাই মোস্তফা সরয়ার ফারুকীর জন্য দোয়া করবেন।
২০১০ সালে ১৬ জুলাই বিয়ে করেন নির্মাতা ফারুকী ও অভিনেত্রী তিশা। ইলহাম নুসরাত ফারুকী নামের তাদের এক সন্তান রয়েছে।