ভোগের প্রচ্ছদে সৌদি রাজকন্যা

আন্তর্জাতিক ফ্যাশন ও লাইফস্টাইল বিষয়ক ম্যাগাজিন ভোগ-এর প্রচ্ছদকন্যা হয়েছে সৌদি আরবের রাজকন্যা। একটি লাল কনভার্টিবল গাড়ির ড্রাইভিং সিটে বসে থাকতে দেখা যায় তাকে। এছাড়া প্রচ্ছদ প্রতিবেদনে তাকে নানা ভঙ্গিমায় তুলে আনা হয়েছে।

ভোগ-এর অ্যারাবিয়া সংস্করণের জুন সংখ্যা প্রচ্ছদে নিজেকে তুলে ধরেছেন প্রিন্সেস হাইফা বিনতে আবদুল্লাহ আল সাউদ। যা ইতোমধ্যে আলোচনার ঝড় তুলেছে।

সাদা রঙের ঢিলেঢালা পোশাকের সাথে হাইফার হাতে চামড়া গ্লাভস ও পায়ে হাইহিল। আর এমনই সময় প্রচ্ছদে মডেল হলেন যখন নারীদের গাড়ি চালনা নিয়ে নতুন করে আলোচনা হচ্ছে দেশটিতে।

ভোগ-এর এ সংখ্যাটিতে ওঠে এসেছে সৌদি আরবের নারীদের জীবনমানে আসা নতুনত্ব। আর পরিবর্তনের পক্ষে কথা বললেন রাজকন্যা।

হাইফা জানান, সৌদি আরবে অনেক রক্ষণশীল রয়েছেন যারা পরিবর্তনে ভয় পান। কিন্তু তিনি নিজেই পরিবর্তনকামীদের সমর্থন করেন।

এদিকে সৌদি আরবে মে মাসে কমপক্ষে ১১ নারী অধিকার কর্মীকে গ্রেফতার করা হয়। তারা গাড়ি চালানোর পক্ষে ও পুরুষদের অভিভাবকত্বের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। এর মধ্যে কয়েকজন সপ্তাহখানেক আগে ছাড়া পেয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় অনেকে ভোগ প্রচ্ছদ শেয়ার করেছেন। তবে তারা ফটোশপ করে হাইফার চেহারা পাল্টে দিয়েছেন। সেখানে বসিয়ে দিয়েছেন গ্রেফতার হওয়া অধিকার কর্মীদের মুখ।