মঞ্চে নারীভক্তকে চুমু, সমালোচনার মুখে যা বললেন উদিত নারায়ণ

মঞ্চে তখন উদিত নারায়ণ। তাঁর কণ্ঠে ‘টিপ টিপ বরষা পানি’। অনুরাগীরা আবদার করলেন সেলফি তোলার। গায়ক শুধু সেলফি নয়, সঙ্গে বিলিয়েছেন চুম্বনও। হঠাৎই এক তরুণী ভক্তের ঠোঁটে চুমু দিয়ে দিলেন তিনি! ততক্ষণে হইহই শুরু দর্শক সারিতে। হতবম্ব হয়ে যান ওই নারী ভক্তও। রীতিমতো সমাজমাধ্যমেও ভাইরাল সেই ভিডিও। গায়কের এই কীর্তি দেখে তীব্র কটাক্ষ আর সমালোচনা করেন নেটিজেনরা।

অনেকে আবার অতীত টেনে মন্তব্য করেছেন, ‘অলকা ইয়াগনিকের গালেও নাকি একবার তিনি বিনা অনুমতিতে চুমু দিয়ে বসেন।’ শিল্পীর অনেকে ভক্ত-অনুরাগীরা আবার বিশ্বাস করতে পারছেন না এই মানুষটি উদিত নারায়ণ।

সব মিলিয়ে সোশ্যাল মিডিয়া সরগরম। অবশেষে চুমু বিতর্কে মুখ খুললেন উদিত। তিনি বললেন, ‘আসলে আমাদের পরিবারের কোনো ধরনের বিতর্ক নেই। আমার ছেলেও বড্ড শান্ত স্বভাবের, কোনো ঝামেলায় থাকে না। আমি যখন মঞ্চে গাই, আমাকে দেখে তখন অনেকের পাগল মনে হতে পারে। আসলে শ্রোতারা আমাকে ভালোবাসেন, তাদের খুশি করা আমারও দায়িত্ব। নয়তো আমি তেমন ধারার মানুষ নই।’

বলিউডে দীর্ঘ ৪৬ বছরের ক্যারিয়ার উদিতের। ঝুলিতে রয়েছে অসংখ্য হিট গান। অনেক বড় বড় কনসার্টে গেয়েছেন তিনি। তবে সেদিন আসলে ঠিক কী কারণে এমন কাণ্ড করলেন?

এই প্রসঙ্গে উদিত বলেন, ‘আসলে অনুরাগীরা আমাদের দেখে পাগলের মতো করতে থাকে। আমি নিপাট ভদ্রলোক। ওরা যখন সামনে থেকে এতটা ভালবাসা দেয় তখন সেটাকে আগ্রাহ্য কি করা যায়! দেখুন অনুষ্ঠানে অনুরাগীরা হাত ধরতে চায়। ছবি তুলতে চায়, কেউ হাতে চুমু দেয়। এসব বিষয়ে বেশি মাথা ঘামানো উচিত না।’

Leave a Reply

Your email address will not be published.