কবির সুমন ভারতের অন্যতম সুপরিচিত গায়ক, গীতিকার, অভিনেতা, বেতার সাংবাদিক, গদ্যকার ও সাবেক সংসদ সদস্য । গত বুধবার(২২সেপ্টেম্বর) মরণোত্তর দেহদানের অঙ্গীকার পত্রে সই করেছেন তিনি । সই করা পত্রের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেছেন । সেই সাথে ফেসবুকে লিখেছেন “আমার মৃতদেহ যেন দান করা হয় চিকিৎসাবিজ্ঞানের কাজে। কোনো স্মরণসভা, শোকসভা, প্রার্থনাসভা যেন না হয়। আমার সমস্ত পাণ্ডুলিপি, গান, রচনা, স্বরলিপি, রেকর্ডিং, হার্ড ডিস্ক, পেনড্রাইভ, লেখার খাতা, প্রিন্ট আউট যেন কলকাতা পুরসভার গাড়ি ডেকে তাদের হাতে তুলে দেওয়া হয় সেগুলি ধ্বংস করার জন্য। আমার কোনো কিছু যেন আমার মৃত্যুর পর পড়ে না থাকে। আমার ব্যবহার করা সব যন্ত্র, বাজনা, সরঞ্জাম যেন ধ্বংস করা হয়। এর অন্যথা হবে আমার অপমান।”
জুলাই মাসে অসুস্থ হয়ে হাসপাতালে কয়েকদিন ভর্তি ছিলেন তিনি। এখন তিনি সুস্থ। সুযোগ পেলে গানচর্চায়ও মেতে উঠছেন গানওয়ালা। নতুন নতুন রাগ নিয়ে কাজ করছেন কবীর সুমন। এবার পূজায় মুক্তি পেতে পাচ্ছে পরিচালক অনিকেত চট্টোপাধ্যায়ের ছবি ‘হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী’। এই ছবিতে সংগীত পরিচালকের দায়িত্বে রয়েছেন কবীর সুমন।