বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীভিত্তিক সিনেমা ‘মুজিব: একটি জাতির রূপকার’। জাতির পিতার ত্যাগ-তিতিক্ষা বড় পর্দায় তুলে ধরা হয়েছে। ১৩ অক্টোবর বাংলাদেশে মুক্তি পায় ছবিটি। এবার ছবিটি মুক্তি পেল সিঙ্গাপুর।
সিঙ্গাপুরের গোল্ডেন মাইল কমপ্লেক্সের কার্নিভাল সিনেমা হল ও সিটি স্কয়ার মলের গোল্ডেন ভিলেজ সিনেমা হলে ২৭ অক্টোবর মুক্তি পায় ছবিটি। ২ নভেম্বর পর্যন্ত সিনেমাটি ওই দুটি সিনেমা হলেই চলবে।
ছবিটির সিঙ্গাপুর পরিবেশক রাদুগা প্রোডাকশনের প্রতিষ্ঠাতা ও সিইও অমিতাভ নাগ সংবাদমাধ্যমকে বলেন, “আমরা ছবিটির মুক্তির বিষয়ে সব প্রস্তুতি শেষ করেছি। দুটি সিনেমা হলে প্রতিদিন দুটি করে শো রাখা হয়েছে। আমাদের বিশ্বাস এখানে বাংলাদেশী প্রবাসী যারা আছেন তারা তো বটেই অনেক বিদেশিও সিনেমাটিও দেখবেন।”
একই দিনে ভারতেও মুক্তি পাচ্ছে ছবিটি। গতকাল বুধবার দেশটিতে আয়োজন করা হয়েছিল ছবিটির বিশেষ প্রদর্শনীর। এতে হাজির হয়েছিলেন বলিউডের নামকরা সব তারকা। নাসিরুদ্দিন শাহ, অদিতি রাও হায়দারিসহ অনেকে ছিলেন। এছাড়া ছবিটির সংগীত পরিচালক শান্তনু মৈত্র, অভিনেতা রজিত কাপুর, গায়িকা শ্রেয়া ঘোষাল, গুণী অভিনেত্রী দিব্যা দত্ত, দক্ষিণি অভিনেতা সিদ্ধার্থ সূর্যনারায়ণ প্রমুখ উপস্থিত ছিলেন।