শাকিব খান অভিনীত বহুল আলোচিত ঈদ রিলিজ ‘বরবাদ’ এবার জয় করেছে যুক্তরাষ্ট্রের দর্শকদের মন। ১৭ এপ্রিল (বৃহস্পতিবার) নিউ ইয়র্ক সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে সিনেমাটি মুক্তি পায় নিউ ইয়র্কের বিখ্যাত সিনেমাহল ‘সিনেমার্ট সিনেমাস’-এ। মুক্তির প্রথম দিনেই ‘বরবাদ’ হাউজফুল শো দিয়ে নজির গড়ে।
‘সিনেমার্ট সিনেমাস’-এর ম্যানেজার বারী জানান, ১৯৫২ সাল থেকে যাত্রা শুরু করা এই হলে এবারই প্রথম কোনো বাংলা ভাষার সিনেমা মুক্তি পেয়েছে, এবং দর্শকের এমন সাড়া তিনি অভূতপূর্ব বলেই মনে করেন। প্রথম শো-এর পর দর্শকদের মুখে প্রশংসার জোয়ার ছিল চোখে পড়ার মতো।
জনপ্রিয় নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ ছবির প্রথম প্রদর্শনী উপভোগ করে বলেন, “একটি পরিপূর্ণ কমার্শিয়াল সিনেমা হিসেবে ‘বরবাদ’ অসাধারণ লেগেছে। পুরো ছবিতে শাকিব খান ছিলেন এক কথায় ওয়ান ম্যান আর্মি। তার পারফরম্যান্সে আমি মুগ্ধ।”
সিনেমাটির প্রথম শো দেখতে হাজির হয়েছিলেন অভিনেত্রী পারসা ইভানাও। তিনি জানান, “ঈদের দিন বাংলাদেশে বরবাদের টিকিট পাইনি। ব্যক্তিগত কাজে নিউ ইয়র্কে এসে এখানে ছবিটি দেখে দারুণ এনজয় করেছি। এখানেও দর্শকের ভিড় দেখে খুব ভালো লেগেছে। ছবির টুইস্টগুলো একেবারেই চমকে দেয়ার মতো, পুরো সিনেমাটি ছিল এন্টারটেইনিং।”
মেহেদি হাসান হৃদয় পরিচালিত এই ছবিটির যুক্তরাষ্ট্রে পরিবেশনার দায়িত্বে রয়েছে এসকে ফিল্মস ইউএসএ। নিউ ইয়র্কে মুক্তির ইভেন্ট পার্টনার হিসেবে কাজ করেছে স্থানীয় হোমকেয়ার প্রতিষ্ঠান ‘গোল্ডেন এজ হোমকেয়ার’।
‘বরবাদ’ ১৯ এপ্রিল মুক্তি পাচ্ছে কানাডাতেও। এসকে ফিল্মস সূত্রে জানা গেছে, প্রথম সপ্তাহের সাফল্যের ভিত্তিতে দ্বিতীয় সপ্তাহে আরও বেশি সংখ্যক থিয়েটারে ছবিটি প্রদর্শিত হবে। যুক্তরাষ্ট্রের প্রবাসী বাঙালি অধ্যুষিত এলাকাগুলোতে ‘বরবাদ’ ঘিরে দর্শকদের আগ্রহ তুঙ্গে।