শহিদ মিনারে জনসমুদ্র, ছবি পোস্ট করলেন শাকিব খান

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সাড়া দিয়ে ছাত্র-নাগরিক শনিবার (৩ আগস্ট) শহিদ মিনারে সমবেত হন।

এদিন দুপুর ১২টা থেকেই বিচ্ছিন্নভাবে বিক্ষোভ মিছিল নিয়ে তরুণ যুবকরা শহিদ মিনারে জড়ো হতে থাকেন। এসময় তাদের সঙ্গে বিক্ষোভ মিছিলে যোগ দেন শিক্ষকসহ নানা শ্রেণি-পেশার মানুষ। পরে রাতে শহীদ মিনার থেকে সরকারের পদত্যাগের এক দফা দাবি ঘোষণা দেয় বৈষম্যবিরোধী আন্দোলনকারীরা।

এর ঠিক আধঘণ্টা পর একটি ছবি পোস্ট করেছেন ঢালিউড তারকা শাকিব খান। ছবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হওয়া প্রতিবাদী হাজারো মানুষকে দেখা যাচ্ছে। ওই পোস্টে বাংলাদেশের পতাকার একটি স্টিকারও যোগ করেছেন এই অভিনেতা।

এর আগে ১৭ জুলাই ফেসবুকে একটি পোস্টে আন্দোলনে ঘটে যাওয়া সহিংসতার কথা উল্লেখ করে শাকিব লিখেছিলেন, ‘আমার প্রাণের বাংলাদেশ এভাবে রক্তাক্ত হতে পারে না। কারো মা-বাবার বুক এভাবে খালি হতে পারে না। আপনারা যারা অভিভাবক পর্যায়ে আছেন, তাদের কাছে অনুরোধ রইলো, এখনই আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বলে এই সংকটের যৌক্তিক সমাধান বের করুন। সব ধরনের সংঘাতের সমাপ্তি চাই।’ এরপর থেকে তিনি ছিলেন নিশ্চুপ। ঢালিউডের অনেক তারকা পথে নেমে ও ফেসবুকে প্রতিবাদ জানালেও তিনি যেন অপেক্ষা করছিলেন ‘যৌক্তিক সমাধানের’।

 

 

বয়স্ক নাগরিকদের। 

Leave a Reply

Your email address will not be published.