কোটা সংস্কার আন্দোলনের সময় সরকার পতনের দাবিতে রাজধানীতে বিভিন্ন স্থাপনা-দেয়ালে নানা ধরনের মন্তব্য-স্লোগান লিখেছিল শিক্ষার্থীরা। এখন তারাই সেগুলো মুছে ফেলছে। একই সঙ্গে আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় ভাঙচুর ও অগ্নিসংযোগে রাস্তায় জমে থাকা ইটপাটকেল এবং আবর্জনা পরিষ্কারের অভিযানেও নেমেছে তারা। পালন করছে ট্রাফিক নিয়ন্ত্রণের কাজও।
তাদের এসব কার্যক্রমে অনুপ্রেরণা দিতে পরিচ্ছন্নতাকর্মে যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন ছোট পর্দার অভিনেত্রী পারসা ইভানা।
তিনি বলেন, আজ আমি রাস্তায় নামতে চেয়েছিলাম। তাই ফেসবুকে পোস্ট দিয়েছিলাম। তবে খোঁজ-খবর নিয়ে জানতে পেরেছি, আজকের মতো কাজ শেষ। কয়েকটা গ্রুপের সঙ্গে কথা হয়েছে। তারা কাল আবার রাস্তায় নামবে। তাদের সঙ্গে আমি কাজে হাত দেবো।
নতুন কাজে যোগ দেওয়া প্রসঙ্গে জানতে চাইলে পারসা বলেন, আপাতত শুটিং বন্ধ আছে। বেশ কয়েকটা কাজের কথা হয়ে আছে।’ সিনেমার ব্যাপারে কারও সঙ্গে কথা হয়েছে কি না জানতে চাইলে এই অভিনেত্রী বলেন, ‘গল্প নিয়ে যোগাযোগ করেছিলেন অনেকে। কিন্তু সেগুলোর মধ্যে আমার সঙ্গে মিলছে না। তাই কাজে যুক্ত হচ্ছি না। তবে ঠিকঠাক কোনো গল্প পেলে কাজ করবো।