নগর বাউল নিয়ে দেশ–বিদেশে ছুটে বেড়াচ্ছেন জেমস। গত সেপ্টেম্বরে গিয়েছিলেন লন্ডনে। সেখানে একাধিক কনসার্টে পারফর্ম করেছেন। এরপর অক্টোবরের শেষের দিকে যান অস্ট্রেলিয়ায়।
চলতি মাসের মাঝামাঝি পর্যন্ত সিডনি, মেলবোর্ন ও অ্যাডিলেডে কয়েকটি কনসার্ট করেছেন। ফিরেই ব্যস্ত হয়েছেন দেশের মঞ্চে। ১৫ নভেম্বর সেনা প্রাঙ্গণে গেয়েছেন ‘ঢাকা রেট্রো’ কনসার্টে।
এবার সৌদি আরব সরকারের আমন্ত্রণে রিয়াদে যাচ্ছেন জেমস। ২২ নভেম্বর রিয়াদের আল–সুওয়াইদি পার্কে গান শোনাবে নগর বাউল। এর মাধ্যমে প্রথমবারের মতো রিয়াদে পারফর্ম করবেন তিনি।
জেমসের রিয়াদে আসার খবরে উচ্ছ্বসিত প্রবাসী বাংলাদেশিরা। সরাসরি তার গান শোনার জন্য অধীর অপেক্ষা করছেন তারা।
সৌদি আরবের মিডিয়া মন্ত্রণালয় জানায়, সৌদি আরবের ভিশন- ২০৩০ লক্ষ্য অর্জনের জন্য দেশটির মিডিয়া মন্ত্রণালয় ‘জীবনের গুণমান’ কর্মসূচির অংশ হিসেবে ‘গ্লোবাল হারমনি’ ইনিশিয়েটিভ চালু করেছে। এই উদ্যোগের অংশ হিসেবে সৌদির মিডিয়া মন্ত্রণালয় ও সাধারণ বিনোদন কর্তৃপক্ষের সঙ্গে যৌথভাবে রিয়াদ সিজন ইভেন্টের আয়োজন করেছে।
এই ইভেন্ট গেল ১৩ আগস্ট থেকে শুরু হয়েছে। এই ইভেন্টগুলোতে সাংস্কৃতিক, শৈল্পিক এবং লোকজ কার্যক্রম এবং বিভিন্ন শো দেখানো হবে, যেখানে বাসিন্দাদের দেশগুলোর মিডিয়া আউটলেটগুলোও উপস্থিত থাকবে।
রিয়াদ সিজনে ৯টি দেশের সাংস্কৃতিক উৎসবের আয়োজন করা হয়েছে। বাংলাদেশ, ভারত, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, পাকিস্তান, ইয়েমেন, সুদান, সিরিয়া প্রভৃতি দেশ এবার রিয়াদ সিজনে অংশ নিচ্ছে। ৪৫ দিন ধরে চলা এই উৎসবে বিভিন্ন ইভেন্ট উপস্থাপন করা হচ্ছে।