সেরা করদাতা হলেন যেসব তারকা

২০২২-২৩ কর বছরের জন্য মোট ১৪১ ব্যক্তি, কোম্পানি ও প্রতিষ্ঠানকে বিভিন্ন ক্যাটাগরিতে সেরা করদাতা হিসেবে ‘ট্যাক্স কার্ড’ দেবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) বিভিন্ন ক্যাটাগরিতে সেরা করদাতাদের তালিকা গেজেট আকারে প্রকাশ করেছে সরকারি সংস্থাটি। প্রকাশিত তালিকা থেকে এসব তথ্য পাওয়া গেছে।

অভিনেতা-অভিনেত্রীদের মধ্যে সেরা করদাতা হয়েছেন মাহফুজ আহমেদ, ফরিদা আকতার ববিতা ও মো. সিয়াম আহমেদ।

এছাড়া গায়ক-গায়িকাদের মধ্যে সেরা হয়েছেন তাহসান রহমান খান, এস ডি রুবেল ও মমতাজ বেগম।

২০২২-২৩ করবর্ষে অভিনেতা ও অভিনেত্রী শ্রেণিতে সেরা করদাতা হয়েছেন অভিনেতা মাহফুজ আহমেদ, অভিনেত্রী ফরিদা আক্তার ববিতা ও অভিনেতা মো. সিয়াম আহমেদ। গত বছর অভিনেতা ও অভিনেত্রী শাখায় সেরা করদাতা হয়েছিলেন মাহফুজ আহমেদ, মেহজাবীন চৌধুরী ও পীযূষ বন্দ্যোপাধ্যায়।

অন্যদিকে ২০২২-২৩ করবর্ষে গায়ক ও গায়িকা শাখায় সেরা করদাতা হয়েছেন তাহসান রহমান খান, এস ডি রুবেল ও মমতাজ বেগম। গত বছর সেরা করদাতা হয়েছিলেন তাহসান রহমান খান, এস ডি রুবেল ও কুমার বিশ্বজিৎ।

কর কার্ডধারীরা বিভিন্ন ক্ষেত্রে রাষ্ট্রীয় সুবিধা ও অগ্রাধিকার পান। যেমন বিমানবন্দরে সিআইপি লাউঞ্জ ব্যবহার; তারকা হোটেলসহ সব আবাসিক হোটেলে বুকিং; নিজে, স্ত্রী বা স্বামীর ও নির্ভরশীল সন্তানের জন্য সরকারি হাসপাতালের কেবিন; আকাশ-রেল-নৌপথে সরকারি যানবাহনের টিকিট এবং জাতীয়, সিটি করপোরেশন, পৌরসভাসহ স্থানীয় সরকার আয়োজিত অনুষ্ঠানের আমন্ত্রণ। এই কর কার্ডের মেয়াদ হবে এক বছর।

Leave a Reply

Your email address will not be published.