হঠাৎ এই প্রস্তাব: ইধিকা পাল

২০২১ সালে প্রথম ‘রঘু ডাকাত’ ছবির ঘোষণা করা হয়েছিল। বড় বাজেটের ছবি বলেই নাকি এর কাজ শুরু হতে সময় লাগছিল। ‘খাদান’-এর সাফল্যের পরে আবারও চর্চায় উঠে এসেছে দেবের ‘রঘু ডাকাত’। ছবিটি পরিচালনা করছেন ধ্রুব ব্যানার্জি। আর এই ছবিতে দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী ইধিকা পাল।

ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘আমিও জানতে পেরেছি, কোনও ধারণা ছিল না। তবে আমার মনে হয়, এই সুযোগ পেলে আমার জায়গায় অন্য কেউ থাকলেও না বলতো না। অথবা দু’বার ভেবেও দেখত না।’

‘হঠাৎ এই প্রস্তাব আসে। আমাকে ডাকা হয় এবং জানতে পারি ছবির কথা। যদিও চরিত্র নিয়ে এখনই কিছু বলা যাবে না। তবে এটুকু বলতে পারি, এ ছবিও দর্শকের ভাল লাগবে।’

তার কথায়, ‘আমি খুব খুশি, খুব উত্তেজিত হয়ে পড়েছি। এটাও দেবদার ‘ড্রিম প্রজেক্ট’। সেই ছবিতেও আমাকে ভেবেছে এবং আবার আমাকে বিশ্বাস করেছে তাই খুশি। দায়িত্ব তো রয়েছেই। আর একটা সুযোগ যখন পেয়েছি, সেটাও খুব ভালো করে করতে হবে।’

Leave a Reply

Your email address will not be published.