অভিনেতা মুকুল সিরাজ হাসপাতালে ভর্তি

হৃদরোগে আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসা নিচ্ছেন অভিনেতা মুকুল সিরাজ।

অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম খবরটি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘মুকুল ভাইয়ের শারীরিক অবস্থা এখন আগের চেয়ে ভালো। তবে আরও দুই-তিন দিন তাকে হাসপাতালে থাকতে হবে। আগামী বৃহস্পতিবার (৪ জুলাই) তার এনজিওগ্রাম হবে।’

সামাজিক যোগাযোগমাধ্যমে সহকর্মী ও শুভানুধ্যায়ীদের অনেকেই এ অভিনেতার হৃদরোগে আক্রান্ত হওয়ার বিষয়টি জানিয়েছেন। পাশাপাশি করেছেন আরোগ্য কামনা।

বহুমাত্রিক চরিত্রে অভিনয় করেন অভিনেতা মুকুল সিরাজ। যাত্রা শুরু হয়েছিল মঞ্চ নাটকের মাধ্যমে। টেলিভিশনে নাম লেখান গাজী রাকায়েতের হাত ধরে। তার পরিচালিত ‘রূপান্তর’ ধারাবাহিকে প্রথম দেখা যায় তাকে।

মুকুল সিরাজ অভিনীত উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে- ‘ভালোবাসা কারে কয়’, ‘সুখ পাখি’, ‘তরিক আলী হাডারী’, ‘লং মার্চ’, ‘মহাগুরু’, ‘সিঁদুরের চুপকথার গল্প’ ইত্যাদি।

তিনি মীর সাব্বির পরিচালিত ‘রাত জাগা ফুল’নামের একটি সিনেমায়ও কাজ করেছেন।

Leave a Reply

Your email address will not be published.