হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন সাইফ

হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন বলিউড অভিনেতা সাইফ আলি খান। মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন, আপাতত ভালো আছেন অভিনেতা। যেহেতু তার অস্ত্রোপচার হয়েছে, কিছুদিন বিশ্রামে থাকতে হবে বলে জানিয়েছেন।

এর আগে গত বৃহস্পতিবার বান্দ্রায় সাইফের বিলাসবহুল ফ্ল্যাটে ঢুকে ডাকাতির চেষ্টা চালায় আততায়ী। এ সময় সাইফ আলি খান তাকে বাধা দিতে গেলে হামলার শিকার হন। রাত আড়াইটার দিকে জখম সাইফকে অটোতে করে হাসপাতালে নিয়ে যায় তার ছেলেরা।

এরপর হাসপাতালে জরুরি অস্ত্রোপচার করা হয় নায়ককে। তার মেরুদণ্ড থেকে ছুরির ৩ ইঞ্চি লম্বা একটি টুকরো বের করা হয় এবং স্পাইনাল ফ্লুইড লিক বন্ধ করা হয়। হাসপাতাল পরে অস্ত্রোপচারের সময় পাওয়া ওই ধারালো বস্তুটির ছবিও প্রকাশ করে।

এদিকে হামলাকারীকে আটক করেছে পুলিশ। পুলিশি তদন্তে জানা যায়, অভিযুক্তের নাম শরিফুল ইসলাম শেহজাদ। তাকে নিয়ে ২০ জন পুলিশ কর্মকর্তার একটি দল চারটি পুলিশের ভ্যানে করে সাইফের বান্দ্রায় বাসায় পৌঁছায়, অভিযুক্তকে নিয়ে পুরো ঘটনার পুনর্নির্মাণ করে।

Leave a Reply

Your email address will not be published.