৫০ লাখ টাকা বাজেট ১৫ কোটির বেশি ব্যবসা

 

শাবনাজ ও নাঈম অভিনীত ‘চাঁদনী’ মুক্তি পায় ১৯৯১ সালের ৪ অক্টোবর। পরিচালনা করেছেন এহতেশাম । তিন দশক আগে মুক্তি পাওয়া ‘চাঁদনী’ সিনেমা সে সময়ই ১৫ কোটি টাকার বেশি ব্যবসা করেছিল। অথচ ৫০ লাখ টাকা ব্যয়ে তৈরি চলচ্চিত্রটি শুরুতে প্রেক্ষাগৃহমালিকেরা প্রদর্শন করতেও চাননি।

সিনেমা ব্যবসা সফল হলেও মূল চরিত্রে অভিনয় করা নাঈম তিক্ত অভিজ্ঞতার কথা জানান, তিনি বলেন, ‘সিলেটের শুটিংস্পটে আমরা যেখানে ছিলাম, সেখানে ছিল না কোনো বিদ্যুৎ। হারিকেন জ্বালিয়ে আমরা দিন পার করেছি। দুটি রুমে কলাকুশলীসহ সবাই মিলে কষ্ট করে দুই সপ্তাহের মতো ছিলাম। তীব্র শীতের মধ্যে মেঝেতে ঘুমিয়ে থাকতে হয়েছে। আর কত ধরনের কষ্ট যে করতে হয়েছে, বলে বোঝানো যাবে না।’

‘চাঁদনী’ সিনেমায় অভিনয়ের জন্য নাঈম সম্মানী হিসেবে পেয়েছিলেন মাত্র ১০ হাজার টাকা এবং সিলেট থেকে ঢাকায় ফেরার একটি বিমান টিকিট। এই সিনেমার জন্য যত কস্টিউম—সবকিছু নাঈম নিজের টাকায় কিনেছেন।

স্কুলের গণ্ডি পেরোনো শাবনাজের ‘চাদনী’ ছিলো প্রথম সিনেমা । এরপর শাবনাজ – নাঈম একসাথে মোট বিশটি সিনেমা জুটি বেধেছেন

Leave a Reply

Your email address will not be published.