ঢাকাই সিনেমার আলোচিত নায়ক-প্রযোজক অনন্ত জলিল ২০২১ সালের শুরুতে ‘নেত্রী : দ্য লিডার’ নামে একটি সিনেমার কাজ শুরু করেন।
এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন তার স্ত্রী ও জনপ্রিয় চিত্রনায়িকা বর্ষা, যাকে দেখা যাবে নেত্রীর ভূমিকায়, আর অনন্ত জলিল থাকবেন তার বডিগার্ড হিসেবে।
দক্ষিণ ভারতীয় নির্মাতা উপেন্দ মাধব পরিচালিত এ সিনেমায় ভারতের অভিনেতা প্রদীপ রাওয়াত, কবির দুহান সিং ও তরুন অরোরাকেও অভিনয় করতে দেখা যাবে। প্রায় ৮০ ভাগ কাজ শেষ হলেও বাকি অংশের কাজ ও মুক্তির বিষয়ে দীর্ঘদিন ধরেই কোনো আপডেট নেই।
অন্যদিকে অনন্ত জলিলের আরেক আলোচিত প্রজেক্ট ‘অপারেশন জ্যাকপট’ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
বাংলাদেশের মুক্তিযুদ্ধে নৌ-সেক্টরের গেরিলা অভিযানের বাস্তব ঘটনা অবলম্বনে নির্মিত এ সিনেমার কাজ শুরু হয় ২০২৪ সালের জানুয়ারিতে। পরিচালনায় ছিলেন কলকাতার রাজীব কুমার বিশ্বাস এবং দেলোয়ার জাহান ঝন্টু। যদিও রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় শুরু হওয়া সিনেমাটির কাজ বর্তমানে থমকে আছে।
এ সিনেমায় অনন্ত জলিল ছাড়াও অভিনয় করেছেন ইলিয়াস কাঞ্চন, কাজী হায়াত, নিপুন, ইমন, নিরব, রোশান, মিশা সওদাগরসহ আরও অনেকে।
এছাড়াও, ‘এশা মার্ডার: কর্মফল’ নামে একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত সিনেমার শুটিং শুরু হয়েছিল ২০২৪ সালের শুরুতে। সানী সানোয়ার পরিচালিত সিনেমাটির মুক্তির ঘোষণা দেওয়া হলেও একাধিক তারিখ পার হয়ে গেছে, এখনো মুক্তির কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। এতে অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন ও পূজা ক্রুজ।
সরকারি অনুদানে নির্মিত ‘ফুটবল ৭১’ সিনেমার নাম পরিবর্তন করে ‘ঠিকানা বাংলাদেশ’ রাখা হয়। অনম বিশ্বাস পরিচালিত এ সিনেমায় স্বাধীন বাংলা ফুটবল দলের বীরত্বগাথা তুলে ধরার কথা ছিল। আরেফিন শুভ, নুসরাত ফারিয়া, ইরফান সাজ্জাদসহ বেশ কজন শিল্পী এতে কাজ করছিলেন, তবে সিনেমাটির কাজ শেষ হয়েছে কি না কিংবা কবে মুক্তি পাবে—সে ব্যাপারে এখনো কোনো তথ্য নেই।
আরেফিন শুভর আরও দুটি সিনেমা ‘নূর’ ও ‘নীলচক্র’ও একই রকম অনিশ্চয়তায় পড়েছে। ‘নূর’ পরিচালনা করেছেন রায়হান রাফি, নায়িকা ছিলেন ঐশী। প্রযোজক সেলিম খান ও তার ছেলে শান্ত খান ছাত্র-জনতা আন্দোলনের সময় নিহত হওয়ার পর সিনেমাটির ভবিষ্যৎ এখন ঝুঁকিতে।
‘নীলচক্র’ সিনেমাটি লস অ্যাঞ্জেলসের গোল্ডেন স্টেট ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হলেও, বাংলাদেশে এটি কবে মুক্তি পাবে তা এখনও নিশ্চিত নয়।
অন্যদিকে সুপারস্টার শাকিব খানের ‘আগুন’ সিনেমাটিও এখন ঝুলে আছে। ২০১৯ সালে নির্মাণ শুরু হলেও, আজও গানসহ বেশ কিছু দৃশ্যের শুটিং বাকি। জানা গেছে, শাকিব খান নিজেও এখন আর সিনেমাটি মুক্তি দিতে আগ্রহী নন।
বিদ্যা সিনহা মিম অভিনীত ‘দিগন্তে ফুলের আগুন’ সিনেমাটি শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সার ও পান্না কায়সারের জীবন নিয়ে নির্মিত হচ্ছে। শমী কায়সারের প্রযোজনায় ওয়াহিদ তারেকের পরিচালনায় সিনেমাটির কাজ শুরু হয়েছিল ২০২৩ সালে। তবে দেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতার কারণে এ প্রকল্পটির ভবিষ্যতও এখন অনিশ্চিত।
সবমিলিয়ে, রাজনৈতিক অস্থিরতা ও নানা অনিশ্চয়তার কারণে ঢাকাই সিনেমার বহু প্রতীক্ষিত প্রজেক্টগুলো থমকে আছে মুক্তির অপেক্ষায়।