অনুমতি ছাড়া গান ব্যবহারে ৯ প্রতিষ্ঠানকে সংগীতশিল্পীর আইনি নোটিশ

বহুল জনপ্রিয় গান ‘ডাক দিয়াছেন দয়াল আমারে’। কপিরাইট অফিস কর্তৃক সনদের ভিত্তিতে এ গানের মূল গীতিকার ও সুরকার প্রয়াত সৈয়দ আসাদউদ্দৌলা সিরাজী। কিন্তু সাম্প্রতিক সময়ে গানটিকে অবৈধভাবে বিভিন্ন প্রতিষ্ঠান অনুমতি ব্যতিত ব্যবহার করেছে বলে দাবি করেছেন সৈয়দ আসাদউদ্দৌলা সিরাজীর উত্তরসূরি সংগীতশিল্পী ও সংগীত পরিচালক মঞ্জুর-ই-খুদা আশেক।

এ প্রেক্ষিতে তিনি চারটি মুঠোফোন অপারেটরসহ অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজ, অনুপম ও গানবাংলাসহ নয়টি প্রতিষ্ঠানকে আইনি নোটিশ পাঠিয়েছেন। আশেকের পক্ষে নোটিশটি পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী রাজিন আহমেদ।

নোটিশে উল্লেখ করা হয়েছে, ‘ডাক দিয়াছে দয়াল ওপারে’ নামে গানটি ১৯৬৫ সালে প্রকাশ হয়। বাংলাদেশে নিবন্ধিত রেজিস্ট্রেশন নম্বর সিআরএম ২২৫১৯। আমার ক্লায়েন্ট এই গানটির আইনি অধিকার ধারণ করেন। কিন্তু অনুমতি ছাড়াই গানটি রিংটোন, ওয়েলকাম টিউন হিসেবে বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে। কিন্তু মুঠোফোন ও প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে কেউ যোগাযোগ করেননি।

এটি একটি স্পষ্ট কপিরাইট আইন ২০০০ লঙ্ঘন। এ জন্য কপিরাইটযুক্ত সামগ্রীর অননুমোদিত ব্যবহার উপযুক্ত লাইসেন্স ছাড়াই মুনাফা বাংলাদেশের আইনে একটি দেওয়ানি অন্যায় এবং ফৌজদারি অপরাধ।

উল্লে­খ্য, আশেক বর্তমানে কানাডায় বসবাস করছেন। সেখান থেকেই গানের চর্চা করছেন তিনি।