অনেক বেশি গর্ব করি শাকিবকে নিয়ে: অপু বিশ্বাস

এবারের বিপিএলে ঢাকা ক্যাপিটালসের মালিকানায় রয়েছেন ঢালিউড মেগাস্টার শাকিব খানের।

বিপিএলের সঙ্গে যুক্ত হওয়ায় শাকিবকে নিয়ে গর্ব করছেন তার প্রাক্তন স্ত্রী ও চিত্রনায়িকা অপু বিশ্বাস। সম্প্রতি এক সাক্ষাৎকারে নায়িকা জানিয়েছেন, শাকিব খান একটার পর একটা স্বপ্নপূরণ করে চলেছেন।

অপু বিশ্বাস বলেন, ‘আমার সন্তানের বাবাকে অভিনন্দন জানাই। তার অনেক স্বপ্ন ছিল, সেগুলো একটু একটু করে পূরণে হচ্ছে, আলহামদুলিল্লাহ।’

অপু মনে করিয়ে দেন, শাকিব খানের সঙ্গে আইপিএলে শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স প্রসঙ্গে অনেক আলোচনা হতো।

নায়িকার কথায়, ‘আমি যেহেতু শাহরুখ খানকে পছন্দ করতাম, তার আইপিএলে একটা দল আছে…আমরা এগুলো নিয়ে আলোচনা করতাম। আজকে ঢাকা ক্যাপিটালস শাকিব খানের দল। আমার গর্বে মনটা ভরে যায়।’

শাকিবের জন্য সবসময় দোয়া করেন জানিয়ে অপু বলেন, ‘অনেক বেশি গর্ব করি শাকিবকে নিয়ে। তার স্বপ্নগুলো পূরণ হচ্ছে। আমি তার জন্য মন থেকে দোয়া করি সবসময়। আপনারা সবাই সবসময় আমার সন্তানের বাবার পাশে থাকবেন। তিনি স্বপ্ন দেখান এবং স্বপ্ন পূরণ করেন।’

এবারের বিপিএলে শাকিব খানের দলের প্রতি সমর্থন থাকবে অপু বিশ্বাসের। তিনি বলেন, ‘তার দলের জন্য শুভকামনা। ইনশাআল্লাহ, ঢাকা ক্যাপিটালস যেন শিরোপা জিতে যায়।’

Leave a Reply

Your email address will not be published.