অন্তর্জালে ‘মুজিব আমার পিতা’

‘শেখ মুজিব আমার পিতা’ গ্রন্থ অবলম্বনে নির্মিত হয়েছিল দেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য অ্যানিমেটেড চলচ্চিত্র ‘মুজিব আমার পিতা’।

ছবিটি প্রসঙ্গে জুনাইদ আহমেদ পলক আগেই বলেছিলেন, ‘বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার দৃষ্টিতে তাঁর পিতাকে কীভাবে দেখেছেন, সেটা নিয়েই তিনি বইটি লিখেছেন এবং সেটার ওপর ভিত্তি করে ছবিটি নির্মাণ করা হয়েছে। আশাকরি, ছবিটি সবাইকে অনুপ্রাণিত করবে।’

আজ রাত দশটার দিকে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের ফেসবুক পেজেও ছবিটি উন্মুক্ত করা হয়। ১৬ সেপ্টেম্বর বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পায় টু-ডি এই সিনেমায়ি। এরপর প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিন উপলক্ষে ১ অক্টোবর মুক্তি পায় প্রেক্ষাগৃহে।

এবার বিজয় দিবস উপলক্ষে অন্তর্জালে উন্মুক্ত করে দেয়া হয় ৪৯মিনিটের এই সিনেমাটি ।

নির্মাতা সোহেল মোহাম্মদ রানা বলেন, ‘যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক মানদণ্ডে ৪৫ মিনিট অতিক্রম করলেই সেটিকে ফিচার ফিল্ম বলা হয়। এর আগে আমরা বেশ কিছু অ্যানিমেশন বাংলাদেশে তৈরি হতে দেখেছি। সেগুলো ৪৫ মিনিটের নয়। আমাদের ছবিটির দৈর্ঘ্য ৪৯ মিনিট। এছাড়া আমরা সেন্সর বোর্ডের অনুমোদনসহ সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি দিয়েছি। সব মিলিয়ে এটাকে দেশের প্রথম অ্যানিমেটেড ফিচার ফিল্ম বলা যায়।’