দেলোয়ার জাহান ঝন্টুর ‘তুমি আছো তুমি নেই’ সিনেমা দিয়ে নায়িকা হিসেবে যাত্রা শুরু প্রার্থনা ফারদিন দীঘির। সবশেষ গত বছর ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায় বঙ্গমাতার কিশোরী চরিত্রে আরিফিন শুভর বিপরীতে অভিনয় করে প্রশংসিত হন তিনি।
এবারের কোরবানির ঈদে মুক্তির কথা ছিল তার নতুন সিনেমা ‘জংলি’। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ। তার বিপরীতে আছেন শবনম বুবলি ও দীঘি। কোরবানির ঈদে মুক্তি দেওয়া যায়নি।
কারণ হিসেবে পরিচালক এম রাহিম বলেন, এখনও শেষ হয়নি ছবির শতভাগ কাজ। ঘূর্ণিঝড় ও তীব্র গরমের প্রভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে সিনেমার শুটিং।
সেই শুটিং এখনও শেষ হয়নি। কোটা সংস্কার আন্দোলন ও চলমান কারফিউর কারণে আটকে গেছে চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘির নতুন অনেক কাজ। আর ওটিটি প্লাটফর্মের জন্য ইতিমধ্যেই যেসব কাজ শেষ করেছেন, তাও চলমান পরিস্থিতির কারণে মুক্তির অপেক্ষায়।
দীঘি বলেন, ‘জংলি সিনেমায় আমার কয়েকটি সিকোয়েন্স ও একটি গানের শুটিং বাকি ছিল। দেশ অস্থিতিশীল হওয়ার ঠিক আগের দিন গানের শুটিং শেষ করেছি। তার আগে ডাবিংয়ের কাজও শেষ করি। যতদূর জানি আগামী দু-এক মাসের মধ্যেই সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা প্রযোজকদের।’
‘জংলি’র প্রসঙ্গে দীঘি বলেন, ‘এই সিনেমার গল্পটি অসাধারণ। প্রথমবার শুনেই পছন্দ করার মতো। এতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে থাকতে পেরে আমারও ভালো লাগছে।’
এছাড়াও দীঘি অভিনীত ‘থার্টিসিক্স টোয়েন্টিফোর থার্টিসিক্স’ নামে একটি ওয়েব ফিল্ম ওটিটি প্লাটফর্ম চরকি মুক্তির কথা ছিল। তবে দেশের চলমান পরিস্থিতির কারণে সেটিরও মুক্তি পেছানোর সিদ্ধান্ত নেয় চরকি কর্তৃপক্ষ। নতুন মুক্তির তারিখ এখনও জানানো হয়নি।
দীঘি বলেন, ‘দেশের অবস্থা স্বাভাবিক হলেই ওয়েব ফিল্মটি মুক্তি পাবে বলে তার ধারণা। রিয়াজুর রহমানের পরিচালনায় এতে আমি অভিনয় করেছি প্রিয়ন্তীর চরিত্রে। সব মিলিয়ে এখন অপেক্ষায় আছি, কবে নতুন কাজগুলো দর্শকদের সামনে আসবে। আর হাতে থাকা কাজগুলো শুটিং শুরু করার।’