অনেক জল ঘোলার পর বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড সদস্যরা ‘সুপার হিরো’ দেখেছেন এবং বিনা কর্তনে ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
বোর্ডের প্রভাবশালী সদস্য ও প্রদর্শক সমিতির সভাপতি ইফতেখার উদ্দিন নওশাদ বৃহস্পতিবার দুপুরে খবরটি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘সকাল এগারোটা সিনেমাটির সেন্সর শো শুরু হয়। দুটার দিকে শেষ হয়। সকল বোর্ড সদস্য একে বিনা কর্তনে সেন্সর দিতে সম্মত হয়েছেন।’
আজকেই কি সেন্সর সার্টিফিকেট পাচ্ছে সিনেমাটি? ‘হ্যাঁ, তথ্য সচিব এসেছিলেন কিছুক্ষণের জন্য। উনি সার্টিফিকেটে সাইন করে দিয়ে গেছেন।’
ঈদুল ফিতরের সিনেমাটি নিয়ে কিছুদিন ধরে আলোচনার ঝড় বইছিল ঢালিউডে। এবার সেন্সরের সিদ্ধান্তে স্বস্তির নিঃশ্বাস ফেললেন নির্মাতা।
‘সুপার হিরো’ পরিচালনা করেছেন আশিকুর রহমান। প্রধান চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান ও বুবলি। প্রযোজনা করেছে হার্টবিট এন্টারটেইনমেন্ট। আশা করা হচ্ছে ঈদে শতাধিক সিনেমা হলে মুক্তি পাবে।