ছুটি কাটাতে বিলেতে ফারিণ, সোশ্যাল মিডিয়ায় ঘোরাঘুরির ঝলক

ব্যস্ততা কাটিয়ে মাঝে মাঝে নিজের জন্য একটু সময় বের করেন তাসনিয়া ফারিণ। এবারের ঈদকে ঘিরে এমনই এক ছুটিতে পাড়ি জমিয়েছেন যুক্তরাজ্যে।

ছুটির এই সফরে যুক্তরাজ্যের বার্মিংহাম শহরে সময় কাটিয়েছেন তিনি, যেখানে বসবাস করেন তার স্বামী শেখ রেজওয়ান। পাশাপাশি সেখানেই আছেন ফারিণের মামা-মামিও। তাই এই সফর হয়ে ওঠে একান্তই পারিবারিক এবং আত্মিক সম্পর্ক জোড়ার মুহূর্তে ভরপুর।

সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্তরাজ্যে ঘোরাঘুরির নানা মুহূর্তের ছবি শেয়ার করেছেন ফারিণ। ছবিগুলোতে দেখা যায়, বিলেতি পাহাড়-প্রকৃতিতে ডুবে আছেন তিনি। একটি লেকের পাশেও তোলা একাধিক ছবি নজর কেড়েছে অনুরাগীদের।

এবারের ঈদে তাসনিয়া ফারিণকে দেখা গেছে মাত্র একটি প্রজেক্টে। ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে তার অভিনীত ওয়েব ফিল্ম ‘হাউ সুইট’।

ব্যক্তিগত সময় কাটানোর পাশাপাশি অভিনয়জগতেও ধীরে কিন্তু ধারাবাহিকভাবে এগিয়ে চলছেন এই প্রতিভাবান অভিনেত্রী।

 

Leave a Reply

Your email address will not be published.