না ফেরার দেশে চলে গেলেন টিভি নাটকের জনপ্রিয় অভিনেতা আলাউদ্দিন লাল। বুধবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে উত্তরার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
কয়েকজন নাট্যনির্মাতা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিনেতার ঘনিষ্ঠ সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরেই অসুস্থতায় ভুগছিলেন তিনি। শ্বাসকষ্ট, ডায়াবেটিকসহ নানাবিধ জটিলতা দেখা দিয়েছিল তাঁর। সম্প্রতি হঠাৎ অসুস্থ হলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়৷
গত দুইদিন আগে ফেসবুকে অভিনেতার মৃত্যুর গুজবও ছড়িয়েছিল। তখন তাঁর সহকর্মীরা জানিয়েছিলেন অভিনেতা লাল ভালো আছেন। এর দুই দিনের মাথায় না ফেরার দেশে পাড়ি জমালেন তিনি।
২০০৮ সাল থেকে টিভি নাটকে অভিনয় করছেন আলাউদ্দীন লাল। এ পর্যন্ত প্রায় ৩০০ নাটকে অভিনয় করেছেন তিনি। অভিনয়শিল্পী, নির্মাতাদের কাছে তিনি ছিলেন কারো লাল মামা, কারো কাছে ছিলেন লাল নানা।
মুশফিক আর ফারহান, খায়রুল বাসার, সামিরা মাহিসহ বহু অভিনয়শিল্পীরা সামাজিক মাধ্যমে এই অভিনেতার মৃত্যুতে শোক জানিয়েছেন।