অভিনয়-রাজনীতি দুটোই ছাড়লেন সোহেল রানা

ঢালিউডের বরেণ্য অভিনেতা, নির্মাতা ও প্রযোজক সোহেল রানা (আসল নাম মাসুদ পারভেজ) অভিনয় ও রাজনীতির জগৎ থেকে আনুষ্ঠানিকভাবে অবসর নেওয়ার ঘোষণা দিয়েছেন। এক সময়ের দাপুটে এই অভিনেতা জানান, দীর্ঘ ৫২ বছরের কর্মজীবনের পর তিনি নিজেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

সোহেল রানা বলেন, “১৯৭৩ সালে প্রথমবার ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলাম। তারপর কেটে গেছে বহু বছর। এখন বয়স হয়েছে, শরীরও আর আগের মতো সাপোর্ট করে না। তাই প্রফেশনাল অভিনয় থেকে সরে দাঁড়াচ্ছি। একইসঙ্গে অ্যাকটিভ রাজনীতিতেও আর থাকছি না।”

ছাত্রজীবনে ছাত্রলীগের রাজনীতি দিয়ে শুরু হলেও পরে তিনি যোগ দেন জাতীয় পার্টিতে। এরপর গড়েন নিজস্ব রাজনৈতিক দল—‘বাংলাদেশ ইনসাফ পার্টি’। তবে রাজনীতির ক্ষেত্রেও বয়স ও শারীরিক অসুস্থতাই বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বলে জানান তিনি।

“এই বয়সে রাজনীতি ও অভিনয়ে সক্রিয়ভাবে জড়িয়ে থাকা কঠিন। অনেক পরিশ্রম ও পড়াশোনার দরকার হয়, যা এখন সম্ভব নয়,” বলেন সোহেল রানা।

সোহেল রানা ‘ওরা ১১ জন’ সিনেমা প্রযোজনার মাধ্যমে চলচ্চিত্র জগতে প্রবেশ করেন। এরপর ‘মাসুদ রানা’ সিনেমার মাধ্যমে নায়ক ও পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। সর্বশেষ তাঁকে দেখা গেছে তানভীর হোসেন পরিচালিত ‘মধ্যবিত্ত’ সিনেমায়।

যদিও প্রফেশনাল অভিনয়ে আর ফিরবেন না, তবুও একটি সিনেমা পরিচালনার ইচ্ছে এখনো তাঁর মনে রয়ে গেছে। তবে বয়সজনিত কারণে সেটিও অনিশ্চিত বলে জানালেন এই কিংবদন্তি অভিনেতা।