চলচ্চিত্রের সবচেয়ে সম্মানজনক পুরস্কার অস্কারে বাংলাদেশ থেকে পাঠানো হয়েছে আবদুল্লাহ মোহাম্মদ সাদের ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমাটি । সব কিছু ঠিক থাকলে এ সপ্তাহেই অস্কার কর্তৃপক্ষের কাছে অনলাইনে সিনেমাটি জমা দেওয়া হবে। এমনটাই জানিয়েছেন বাংলাদেশের অস্কার সাবমিশন কমিটির সমন্বয়ক আব্দুল্লাহ আল মারুফ ৷
আবদুল্লাহ আল মারুফ জানিয়েছেন “ঘোষণার প্রথম দিন থেকেই আমরা অপেক্ষায় ছিলাম। কিন্তু কোনো সিনেমাই জমা পড়ছিল না। ১৪ অক্টোবর একমাত্র সিনেমা হিসেবে ‘রেহানা মরিয়ম নূর’ অস্কারের জন্য জমা পড়েছে। ‘নোনা জলের কাব্য’ নামে আরেকটি সিনেমা জমা দিতে চেয়েছিল কর্তৃপক্ষ। পরে আর তারা দেয়নি। জানিয়েছে, তাদের কাগজপত্র প্রস্তুত নেই। আপাতত ‘রেহানা’র কোনো প্রতিদ্বন্দ্বী নেই।’’
অস্কারে আজ পর্যন্ত বাংলাদেশের কোনো সিনেমা মনোনয়ন না পাওয়ার আক্ষেপ কি অবশেষে ঘুচাবে আবদুল্লাহ মোহাম্মদ সাদের সিনেমা ? অস্কারের এই আসর অনুষ্ঠিত হবে আগামী বছরের ২৭ মার্চ। আগামী ২১ ডিসেম্বর আন্তর্জাতিক চলচ্চিত্র বিভাগের একটি খসড়া তালিকা প্রকাশ করবে একাডেমি কর্তৃপক্ষ।