অস্ত্রোপচারের জন্য হাসপাতালে আরিফিন শুভ

চলতি মাসের ১৩ অক্টোবর সারাদেশে মুক্তি পেয়েছে ‘মুজিব‌: একটি জাতির রূপকার’ সিনেমাটি। সিনেমাটির জন্য ভীষণ ব্যস্ত সময় পার করছেন আরিফিন শুভ। নিজেকে নিবেদিত করা এই নায়ক ভুলে গেলেন আগের অসুস্থতার কথা।

কিন্তু মঙ্গলবার (১৭ অক্টোবর) হঠাৎ হাসপাতালে ভর্তি হতে হয়েছে তাকে। জটিলতা এড়াতে আজই অস্ত্রোপচার করাতে হবে। বিষয়টি নিশ্চিত করেছেন নায়ক নিজেই। অপারেশনের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

নিজের ভেরিফায়েড ফেসবুকে শুভ লিখেছেন, ‘বছর খানেক ধরে পলিপাস সমস্যায় ভুগছিলাম, গেল কয়েক মাসে সেটা জটিল হয়েছে।’

তিনি আরও লেখেন, ‘স্লিপ অ্যাপনিয়া, শ্বাসকষ্ট, ঘুমের সমস্যায় জীবন কাবু হলেও ‘মুজিব’ ব্যস্ততায় সেভাবে চিকিৎসার সুযোগ হয়ে ওঠেনি। পরিস্থিতি এখন এতটাই কঠিন হয়েছে যে, আজ বিকেলেই একটা মাইনর অপারেশন করাতে হচ্ছে। আগামী সপ্তাহেই আবার আপনাদের সঙ্গে সিনেমা হলে দেখা হচ্ছে ইনশাআল্লাহ।’

উল্লেখ্য, ‘মুজিব‌: একটি জাতির রূপকার’ সিনেমাটি বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করেছেন ভারতের খ্যাতিমান নির্মাতা শ্যাম বেনেগাল। এর নির্মাণ ব্যয় ৮৩ কোটি টাকা। বাংলাদেশ মোট অর্থের ৫০ কোটি ও ভারত ৩৩ কোটি টাকা দিয়েছে।