আজ হাতিরঝিলে গান শোনাবে ১২টি ব্যান্ড

শারদীয় উৎসবের বিশেষ আকর্ষণ হিসেবে অনুষ্ঠিত হতে যাচ্ছে জমজমাট এক কনসার্ট। পূজার ছুটিতে রাজধানীর হাতিরঝিল লেকের মনোরম পরিবেশে দেশসেরা ১২টি মিউজিক ব্যান্ড নিয়ে অনুষ্ঠিত হবে এই কনসার্ট। শুক্রবার(১১ অক্টোবর) অনুষ্ঠিত হবে এই কনসার্ট।

‘কিডলন সেভ বাংলাদেশ কনসার্ট ২০২৪’ শিরোনামে একটি কনসার্টের আয়োজন করেছে ‘তান-রাত ইনস্টিটিউট অব বাংলাদেশ’।

এতে পারফর্ম করবে জনপ্রিয় ব্যান্ড শিরোনামহীন, অ্যাশেজ, এভয়েড রাফা, আর্বোভাইরাস, আর্ক ব্যান্ড, কুঁড়েঘর – তাসরিফ খান, কাকতাল। আরো পারফর্ম করবে সাবকনসিয়াস, এডভার্ভ, মাশিকুর রহমান, ওয়ারসাইট ও এটিএ ব্যান্ড।

টিকিটের মূল্য ৫০০ টাকা। জানা গেছে, এই কনসার্ট শুরু হবে দুপুর আড়াইটায় এবং শেষ হবে রাত ১০টায়।

টিকিট পাওয়া যাবে GET SET ROCK-এর ওয়েবসাইটে।