আত্মহত্যা করতে চেয়েছিলেন এ আর রহমান!

অস্কারজয়ী সঙ্গীত পরিচালক এ আর রহমান। সম্প্রতি একটি অনুষ্ঠানে ‘দ্য অক্সফোর্ড ইউনিয়ন ডিবেটিং সোসাইটি’র ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলেন তিনি।

বলিউডের এই সফল সঙ্গীত পরিচালকও একটা সময় অন্ধকারের পথে হাঁটতে শুরু করে। তিনি অবসাদগ্রস্ত হয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন।

ভারতীয় একটি সংবাদমাধ্যমের খবরে জানা যায়, সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই অন্ধকার সময়ের কথা বলেছেন অস্কারজয়ী সুরকার এ আর রহমান।

তিনি জানান, ‘কেরিয়ারের শুরুতে কোনও কিছুই হচ্ছিল না। আমি হতাশ হয়ে পড়েছিলাম। আমাকে অবসাদ গ্রাস করেছিল। আর তাই তো একটা সময় আত্মহত্যার চেষ্টাও করি।

সেই সময় আমার মা আমাকে বলেছিল,‘অন্যের জন্য যখন বাঁচতে শুরু করবে, তখন এই ধরনের খেয়াল আসবে না। তারপর থেকেই আমার জীবন বদলে যায়।’ এখনও যখন মন খারাপ হয়, মায়ের সেই কথাগুলো ভাবি আমি।

জন্মের পর এর আর রহমানের বাবা তার নাম রেখেছিল দিলীপ কুমার। সুরকার বাবা আর কে শেখরের মৃত্যুর পর পুরো পরিবার ইসলাম ধর্ম গ্রহণ করে। তার কিছু বছর পর মুক্তি পায় ‘রোজা’ ছবি। যার মধ্যে দিয়ে এ আর রহমানের নাম ছড়িয়ে পড়ে গোটা বিশ্বে।

এই সাক্ষাৎকারে এ আর রহমান জানান, রহমানের কথায়, ‘কেউ আমাকে এই পথে আসার জন্য বলেনি। আমিই অনেক শান্তি পেতাম। মনে হচ্ছিল, সব যেন ঠিক চলছে। মনের ভেতর কিছু বিশেষ অনুভূতি কাজ করত।’

তাহলে ইসলাম ধর্ম গ্রহণের পরই কি জীবনে সফলতা এসেছে এমন প্রশ্ন অনেকেই করেন এ আর রহমানকে। উত্তরে এই তিনি বলেন, ‘এটা ইসলামে ধর্মান্তরের বিষয় নয়। এটি আসলে নিজের ভিতর নিজেকে খুঁজে পাওয়া, নিজেকে অনুভব করা। এক্ষেত্রে আধ্যাত্মিক ও সুফি গুরুদের শিক্ষা এবং আমার মায়ের ভাবনাচিন্তাও বিশেষ ভূমিকা রেখেছে।