পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনের চূড়ান্ত প্রতিবেদনে বলা হয়েছে আত্মহত্যা করেছিলেন সালমান শাহ । প্রতিবেদনে সুস্পষ্ট ভাবে বলা হয়েছে সালমান শাহ হত্যাকাণ্ডের শিকার হননি, পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করেছিলেন।
পিবিআই এরই সাথে পাচটি কারণ দেখিয়েছে আত্মহত্যার পেছনে । কারণ গুলো হলো শাবনূরের সঙ্গে সালমানের অতিরিক্ত অন্তরঙ্গতা, স্ত্রী সামিরার সঙ্গে দাম্পত্য কলহ, মাত্রাতিরিক্ত আবেগ প্রবণতার কারণে একাধিকবার আত্মঘাতী হওয়া বা আত্মহত্যার চেষ্টা, মায়ের প্রতি অসীম ভালোবাসার জটিল সম্পর্কের বেড়াজাল অভিমানে রূপ নেওয়া ও সন্তান না হওয়ায় দাম্পত্য জীবনে অপূর্ণতা।
পিবিআইয়ের প্রতিবেদনের যে পাচটি কারণ উল্লেখ করা হয়েছে সবগুলোকে অগ্রহণযোগ্য মনে করেন সালমান শাহ-এর মা নীলা চৌধুরী । চূড়ান্ত প্রতিবেদনের ওপর নারাজি দেন সালমান শাহের মায়ের আইনজীবী ফারুক আহাম্মদ ।