গতকাল শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে না ফেরার দেশে চলে যান অন্তর্বর্তী সরকারের ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ। তারবয়স হয়েছিল ৮৩ বছর।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।
সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করে একটি স্ট্যাটাসও দিয়েছেন ফারুকী। সেখানে তিনি লেখেন, ‘উপদেষ্টা হাসান আরিফ ভাইয়ের আকস্মিক প্রয়াণে শোকাহত। আমার সাথে উনার আলাপ অল্প কয়েক দিনের। মূলত ক্যাবিনেট মিটিংয়ের আগে-পরে উনার হাসিমুখই মনে পড়ছে। আর মনে পড়ছে এনডিসি প্রোগ্রামে ফিল্ম-অভিনয় এসব নিয়ে আলাপ।’
তিনি আরও লেখেন, ‘শেষ যেটা মনে পড়ছে- এবারের বিজয় দিবসে একসাথে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকা। এক সময় ক্লান্ত হয়ে আমি দেয়ালে বসলেও উনি ঠায় দাঁড়িয়েছিলেন। এটা নিয়ে একটু হাসি তামাশাও করেছিলেন। আপনার হাসিমুখটাই আমার মনে থাকবে, আরিফ ভাই।’
গত ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন এ এফ হাসান আরিফ। একই দিনে প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
ওইদিন তাকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। গত ১০ নভেম্বর উপদেষ্টাদের দপ্তর পুনর্বণ্টন করে সরকার। ওইদিন ভূমি মন্ত্রণালয় তার অধীনে রাখা হলেও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পরিবর্তে তাকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়।