আবার বসন্তের বাতাস বইছে পরীমণির মনে

আবার বসন্তের বাতাস বইছে পরীমণির মনে।  তার ফেসবুক স্ট্যাটাস তেমন বার্তাই দিচ্ছে! মঙ্গলবার (৫ মার্চ) রাতে ‘ভালোবাসার মানুষের’ বাহুডোরে দেখা মিলল অভিনেত্রীর। 

পরীমণি নিজেই সেই ছবি ফেসবুকে প্রকাশ করেছেন। যার ক্যাপশনে আজকের তারিখ উল্লেখ করে অভিনেত্রী লিখেছেন, প্রেম ফিরে ফিরে আসুক ভালোবাসা হয়ে।

নিজের জীবনটা প্রেমের, এমন বার্তা দিয়ে পরীমণি লিখেছেন, ‘জীবন ভালোবাসার, এ জীবন প্রেমের। এ জীবন প্রেমের মায়ায় জড়িয়ে থাকুক। শুধু অবসানের জন্য জীবন প্রেমের থেকে বিচ্ছিন্ন না হোক। প্রেম ফিরে আসুক ভালোবাসা হয়ে….আবার চলে যাক শরতের সাদা শুভ্র মেঘের মতন। শুধু ওই মেঘ গর্জন না হোক। জীবন চলুক জীবনের মতন…’।

নায়িকার স্ট্যাটাসে স্পষ্ট, যে তিনি আবারও প্রেমে পড়েছেন। যদিও ভালোবাসার মানুষকে এখনও প্রকাশ্যে আনেননি অভিনেত্রী। কেবল তার হাতটাই দেখা গেছে।

যেই হাতে আবার ভালোবাসার দাগও যেন স্পষ্ট। অনেকেই পরীর পাশে থাকা মানুষকে সংগীতশিল্পী শেখ সাদী বলে দাবি করছেন। কেউ কেউ আবার নিজেকেই পরীমণির ভালোবাসার মানুষ বলে দাবি করছেন।

Leave a Reply

Your email address will not be published.