দেশের নন্দিত সংগীতশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা। তার নামের বানানটা যারা সঠিকভাবে লেখে না, তাদের প্রতি ক্ষোভ ঝেড়েছেন তিনি।
গতকাল মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে তিনি লেখেন, ‘আমি রুমানা মোর্শেদ কনকচাঁপা। অথচ ৮০ শতাংশ মানুষ আমার নাম লেখে রোমানা। রুমানাকে রুমানা লেখা কি এতই কঠিন? ইংরেজিতেও এর পার্থক্য অনেক। Rumana, Romana-তে পার্থক্য আছে না? উকার, ওকার-এ পার্থক্য আছে না? নামের বানান ভুল আমি একদম মানতে পারি না।’
এদিকে তার এই স্ট্যাটাস চোখে পড়েছে নেটিজেনদের। তারা মন্তব্যের ঘরে গায়িকার সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন। কেউ কেউ নাম সঠিক করে লেখার গুরুত্বও জানিয়েছেন সেখানে।