‘আমার ভাষার চলচ্চিত্র’ উৎসবে শাকিব-জয়া

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে শুরু হয়েছে পাঁচদিন ব্যাপী ‘আমার ভাষার চলচ্চিত্র’ উৎসব। উৎসবের প্রথম ও দ্বিতীয় দিনে দর্শক ব্যাপক সমাগম ছিল।

উৎসব চলবে আগামী ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) উৎসবের তৃতীয় দিন প্রদর্শিত হলো শাকিব খানের আলোচিত ছবি ‘তুফান’ এবং জয়া আহসানের ‘নকশি কাঁথার জমিন’।

এদিন বিকেল সাড়ে ৩টায় ‘তুফান’ এবং সন্ধ্যা সাড়ে ৬টায় দেখানো হয় ‘নকশি কাঁথার জমিন’।

আয়োজকরা জানান, এবার টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র ৫০ টাকা। টিকিট পাওয়া যাবে উৎসবের প্রতিদিন সকাল ৯টা থেকে, ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) প্রবেশমুখে। প্রতিদিনের প্রথম প্রদর্শনীটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থীরা বিনা মূল্যে উপভোগ করতে পারবেন।

বাংলা ভাষার জন্য প্রাণ উৎসর্গকারী মহান শহীদদের স্মরণ ও বাংলা সিনেমাকে চলচ্চিত্রপ্রেমীদের কাছে প্রচার ও প্রসারের লক্ষ্যে ২০০২ সাল থেকে এ উৎসবের ২২টি আসর সাফল্যের সঙ্গে আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ।

Leave a Reply

Your email address will not be published.