অভিনেত্রী তানজিন তিশা বলছিলেন, ‘প্রীতম ভাইয়াকে আমি কখনও শুটিং সেটে রাগতে দেখিনি। সব আর্টিস্টদেরকে নিয়ে একটু একটু করে কাজটি শেষ করেছেন তিনি। সব কৃতিত্ব প্রীতম ভাইয়ার।’
কথা শেষ হতেই ‘থ্যাং ইউ’ বলে উঠলেন প্রীতম হাসান। কিন্তু তানজিন তিশা কথাগুলো বলছিলেন নির্মাতা জাহিদ প্রীতমকে উদ্দেশ্য করে। এ নিয়ে হয়ে যায় একচোট হাসাহাসি। ১৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় চরকি অরিজিনাল ফিল্ম ‘ঘুমপরী’র সংবাদ সম্মেলনে এভাবে মজায় মেতেছিলেন শিল্পীরা।
ভালোবাসার মাসে চরকিতে আসছে ‘ঘুমপরী’; ১৯ ফেব্রুয়ারি রাত ১২টায় (২০ ফেব্রুয়ারি) চরকিতে মুক্তি পাচ্ছে ওয়েব ফিল্মটি। সে উপলক্ষে ১৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় রাজধানীর একটি ইভেন্ট স্পেসে অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলেন। আয়োজনে উপস্থিত ছিলেন ‘ঘুমপরী’র অভিনয়শিল্পী প্রীতম হাসান, তানজিন তিশা, পারশা মাহজাবীন, নির্মাতা জাহিদ প্রীতম, চরকির সিইও রেদওয়ান রনি, কলাকুশলীসহ অনেকে।
সংবাদ সম্মেলনে দেখানো হয় ওয়েব ফিল্মটির ট্রেলার। সঙ্গে সঙ্গে তা প্রকাশ করা হয় অনলাইনেও। যা দেখে দর্শকদের প্রশ্ন আসতে পারে, প্রেম না কি মায়া? আশা না কি অপেক্ষা, কী জড়িয়ে আছে ঘুমপরীতে? এর উত্তর দেননি নির্মাতা বা অভিনয়শিল্পীদের কেউ। জানিয়েছেন, কাজটি নিয়ে তাদের অভিজ্ঞতার কথা।
নির্মাতা জাহিদ প্রীতম জানান, সত্য ঘটনা থেকেই এ গল্পটি লেখার অনুপ্রেরণা পান তিনি। বলেন, “গল্প তো আমরা আমাদের আশপাশ থেকেই নেই। ‘ঘুমপরী’তেও সেরকম একটা বিষয় রয়েছে। ভালোবাসাকে কেন্দ্র করে আমি আরও কিছু অনুভূতি–মুহূর্তের কথা এখানে বলতে চেয়েছি। ট্রেইলারে এর কিছু আভাস রয়েছে। রয়েছে প্রেম, মায়া, আশা, অপেক্ষা শব্দের ব্যবহার এবং সেরকম দৃশ্য। আশা করছি ওয়েব ফিল্মটি দেখে দর্শকরা তাদের ভালোবাসার অনুভূতির গভীরে যেতে চাইবেন।”
ঘুমপরীতে মেঘ চরিত্রে অভিনয় করেছেন প্রীতম হাসান। কথার এক পর্যায়ে প্রীতম হাসান প্রমিজ করে বলেন, ‘ফিল্মটা পরিবারের সবাইকে নিয়ে দেখেন। চমৎকার একটা সময় কাটবে।’ প্রীতম আরও বলেন, ‘এই গল্পে আমি বিশ্ববিদ্যালয়ে পড়া একটা ছেলে। টিউশন পড়াই। অনেকটা এ ধরনের চরিত্র আমি আগেও করেছি। কিন্তু গল্পটা এত সুন্দর যে আমি কাজটাকে না করতে পারিনি।’
জ্যোতি চরিত্রে অভিনয় করেছেন তানজিন তিশা। এখানে তিনি যে চরিত্রটিতে অভিনয় করেছেন, সেটাকে তিনি ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ একটি চরিত্র বলে মনে করছেন।
তানজিন তিশা বলেন, “আমাকে অনেকেই জিজ্ঞেস করত যে চরকির সঙ্গে কেন কাজ হচ্ছে না। আমি বলতাম, ভালো একটা গল্প, একটা চরিত্রের অপেক্ষা করছি। আমার মনে হয় ‘ঘুমপরী’তে আমি সেটা পেয়েছি। দর্শকরা সেটা দেখলেই বুঝতে পারবেন আশা করি।” তিশার চরিত্রটি যে অনেক চ্যালেঞ্জিং, সে কথা জানিয়েছেন প্রীতম হাসানও। তিনি বলেন, ‘আমার মনে হয় তিশার করা অন্যতম সেরা কাজ হয়ে থাকবে জ্যোতি চরিত্রটি।’
নবীন অভিনেত্রী ও কণ্ঠশিল্পী পারশা মাহজাবীন ‘ঘুমপরী’তে অভিনয় করেছেন উষা চরিত্রে। ট্রেইলারে তাকে দেখা গেছে চিকিৎসক হিসেবে। প্রথম ওয়েব সিরিজ, প্রথমবার চরকির সঙ্গে কাজ করা নিয়ে উচ্ছ্বসিত এ অভিনেত্রী। তিনি জানান, যাদের গান শুনে বা অভিনয় দেখে ভালো লাগত, তাদের সঙ্গে কাজ করতে পারাটা অনেক আনন্দের।
পারশা বলেন, ‘গান নিয়ে থাকতে চেয়েছিলাম। কিন্তু এখন মনে হচ্ছে অভিনয়টাও করা যায়। অনেকে আমার কাজ দেখে ভালো বলেন, তখন মনে হয় আরও অভিনয় করা যেতে পারে।’
রোম্যান্স, মিস্ট্রি, ড্রামা ঘরানার ওয়েব ফিল্ম ‘ঘুমপরী’র গল্প, সংলাপ, চিত্রনাট্য করেছেন জাহিদ প্রীতম। এতে অভিনয় করেছেন দীপা খন্দকার, মিলি বাশার, নওরিন, পারভেজ সুমন, আনোয়ার বাপ্পী, মোহাম্মদ শামীম।
চরকির সঙ্গে অভিনেত্রী তানজিন তাশার প্রথম কাজ হওয়ায় সংবাদ সম্মলনে অভিনেত্রীকে স্বাগত জানান ওটিটি প্ল্যাটফর্ম চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেদওয়ান রনি। জাহিদ প্রীতমের মতো তরুণ–নবীন পরিচালকের ওপর আস্থা রাখার কারণ হিসেবে রেদওয়ান রনি বলেন, ’তরুণ ও নবীন নির্মাতাদের সঙ্গে কাজ করতে চরকির কোনো অসুবিধা নেই। গল্পের জোর আমাদের একসঙ্গে করে ফেলেছে। গল্পটা শুনে আমাদের মনে হয়েছে এটা নিয়ে বড় কিছু, ভালো কিছু করা সম্ভব। সে অনুযায়ী কাজটি করা এবং আশা করছি গল্পটি দেখে দর্শকদের ভালো লাগবে।’
সংবাদ সম্মেলন শেষ হয় ‘ঘুমপরী’ ওয়েব ফিল্মের ’মন্দ হতো না’ গানের মধ্য দিয়ে। অন্তু দাসের গাওয়া গানটি গেয়ে শোনান প্রীতম হাসান ও পারশা মাহজাবীন।